Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফের গ্রেফতার পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০১৯, ০৪:২৯ PM
আপডেট: ০১ জুলাই ২০১৯, ০৪:২৯ PM

bdmorning Image Preview


পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে দ্বিতীয় আরেকটি মামলায় গ্রেফতার করা হয়েছে। ইসলামাবাদ হাইকোর্ট জারদারির জামিন আবেদন নাকচ করে দিলে আজ সোমবার তাকে গ্রেফতার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) একটি দল।

পাকিস্তানের জাতীয় দৈনিক ডনের এক অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, পার্ক লেন মামলায় ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো তাকে গ্রেফতার করেছে। চলতি মাসের শুরুতে অর্থ পাচারের সঙ্গে জড়িত ও ভুয়া ব্যাংক হিসাবের আরেকটি মামলায় জারদারিকে গ্রেফতার করা হয়।

গত ২৬ জুন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান জারদারি ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) আবেদন করেন পার্ক লেন এবং বিলাশবহুল গাড়ি মামলায় তার দাখিল করা পিটিশন প্রত্যাহার করতে তাকে যেন অনুমতি দেয়া হয়।

কিন্তু হাইকোর্ট তার জামিন আবেদন নাকচ করে দেয়। এর আগে গত ১০ জুন ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ পাচারের মামলায় তাকে গ্রেফতার করে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো। পাকিস্তানের সাবেক এই প্রেসিডেন্টকে রিমান্ডে নিয়েছে এনএবি।

আসিফ জারদারি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা। পিপিপি পাকিস্তানের বর্তমান পার্লামেন্টের তৃতীয় বৃহত্তম দল। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন জারদারি। তিনি পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী। তার ছেলে বিলওয়াল ভুট্টো এখন দলটির কর্ণধার।

Bootstrap Image Preview