Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফিলিস্তিনি মন্ত্রীকে আটকের কয়েক ঘন্টা পর ছেড়ে দিল ইসরাইল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০১৯, ০২:১৬ PM
আপডেট: ০১ জুলাই ২০১৯, ০২:১৬ PM

bdmorning Image Preview


ইসরাইলি সেনারা ফিলিস্তিনের আল-কুদসবিষয়ক মন্ত্রী ফাদি আল-হাদামিকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে। আটকের কয়েক ঘণ্টা পর তাকে ছেড়ে দেয়া হয়েছে।

দখলীকৃত আল-কুদস বা জেরুজালেম শহর থেকে শনিবার রাতে তাকে আটক করা হয়। খবর সিনহুয়া ও আলজাজিরার।

হাদামির বাড়িতে ইসরাইলি সেনারা তল্লাশি চালায় এবং তাকে আটকের আগে তার মোবাইল ফোন কেড়ে নেয়।

জেরুজালেম শহরে কয়েক দিন ধরে ইসরাইলি সেনাদের যে অভিযান চলছে, তাতে এই প্রথম কোনো শীর্ষপর্যায়ের কর্মকর্তাকে আটক করা হলো।

ইসরাইলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড হাদামির আটকের কথা স্বীকার করে বলেছেন, জেরুজালেম শহরে হাদামির তৎপরতা সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

গত মঙ্গলবার চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা ও তার স্ত্রী আল-কুদস শহর সফর করেন। ওই সফরে মন্ত্রী হাদামি চিলির প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন।

হাদামির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সম্ভবত এ কারণে ফাদি আল-হাদামিকে আটক করা হয়।

Bootstrap Image Preview