Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার নামাজ পড়ে ফেরার সময় ভারতে যুবককে মারধর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন ২০১৯, ০১:২২ PM
আপডেট: ৩০ জুন ২০১৯, ০২:০৮ PM

bdmorning Image Preview


আবারও জাতিগত প্রতিহিংসার শিকার হলো ভারতের মুসলিম সম্প্রদায়ের এক কিশোর। মাথায় টুপি পরার অপরাধে বেধড়ক মারা হলো তাকে।  একই সঙ্গে ‘জয় শ্রী রাম’ বলতেও বাধ্য করা হয়েছে বলে অভিযোগ।

ভারতের উত্তর প্রদেশের কিদওয়াই নগরে ঘটেছে ন্যাক্কারজনক এই ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবারের নামাজ শেষে ১৬ বছরের মুহম্মদ তাজ বাড়ি ফিরছিলেন। এ সময় বাইকে করে বেশ কয়েকজন যুবক এসে তাকে ঘিরে ধরে।  এরপরই তাজের টুপি খুলে ফেলে দেওয়া হয়। জোর করা হয় ‘জয় শ্রীরাম’ বলার জন্যে।

অসম্মতি জানালে তাজকে ওই যুবকরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

চলতি সপ্তাহতেই এক মাদ্রাসা শিক্ষককে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়ে। এর আগে ঝাড়খণ্ডে ‘জয় শ্রী রাম’ না বলায় এক সংখ্যালঘু যুবককে ব্যাপক মারধর করা হয়।  টানা ১৮ ঘণ্টা ওই যুবকের ওপর অত্যাচার করা হয়েছিল বলে অভিযোগ। শেষে তার মৃত্যু পর্যন্ত ঘটে।  এই মর্মান্তিক ঘটনার পর এবার কলকাতায় ‘রামভক্তদের’ তাণ্ডব আরও বিতর্ক বাড়িয়ে দিল। তবে পার্ক সার্কাসের এই ঘটনার পেছনে শুধু ‘জয় শ্রী রাম’নাকি অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

Bootstrap Image Preview