Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পুত্র সন্তান না হওয়ায় কন্যা সন্তানকে বিক্রি করলেন বাবা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন ২০১৯, ০৮:৩৪ PM
আপডেট: ২৯ জুন ২০১৯, ১০:৩৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের হাওড়ার গোবিন্দপুরের রাজু হাইতি নামে এক রাজমিস্ত্রী চার দিনের কন্যা শিশুকে বিক্রি করে দিয়েছেন। আর এই অভিযোগে তাকে এবং তার স্ত্রীকে আটক করেছে স্থানীয় পুলিশ।

সোমবার (২৪ জুন) বিকেলে বাড়িতেই একটি কন্যা সন্তান প্রসব করেন তার স্ত্রী। পর পর তিন কন্যা সন্তান থাকার কারণেই তিনি সদ্যজন্ম নেওয়া কন্যা সন্তানকে বিক্রি করে দিয়েছেন।

রাজুর প্রতিবেশীরা জানান, এবারও কন্যা সন্তান হওয়ায় ভেঙে পড়েন ওই দম্পতি। তিন মেয়েকে নিয়ে কী করে সংসার চালাবেন সেই চিন্তা চেপে ধরে তাদের। হাসপাতালে গিয়েও কান্নাকাটি শুরু করে দেন তারা।

তারা আরও জানায়, বৃহস্পতিবার (২৮ জুন) দুপুরে মেয়েকে নিয়ে বাড়ি ফেরেন তারা। প্রতিবেশীরা অনেকেই দেখতে আসেন সদ্যজাত শিশুকে। বিকেল থেকে আর শিশুটির কান্না শুনতে পাননি তারা। রাতের দিকে খোঁজ নিতে এলে ওই দম্পতি তাদের জানায়, শিশুটিকে বিক্রি করে দিয়েছেন। এরপরেই গ্রামবাসীরা রাজু ও তার স্ত্রীকে আটকে রেখে বিক্ষোভ শুরু করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং বাচ্চাসহ স্বামী-স্ত্রীকে থানায় নিয়ে যায়।

জানা যায়, হাওড়ার পাঁচলা বন হরিশপুরের বাসিন্দা শেখ হীরা নামে এক যুবক এই সময় তার এক আত্মীয়কে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। সেই রাজু হাইতিকে মেয়েকে বিক্রির প্রস্তাব দেয়।

রাজু হাইতি জানান, শেখ হীরা তাকে বলে‌‌, দশ বছর বিয়ে হওয়ার পরেও তাদের কোনো সন্তান হয়নি। তাই শিশুটিকে কিনতে চান তিনি। দাম ঠিক হয় আট হাজার টাকা। তার স্ত্রী প্রথমে এই প্রস্তাবে রাজি হয়নি। কিন্তু তিনিই স্ত্রীকে বুঝিয়ে রাজি করান।

তিনি আরো জানান, তিনি ভেবেছিলেন ছেলে হবে। বড় হয়ে সংসারের হাল ধরবে। কিন্তু বিধিবাম এবারও তার স্ত্রী কন্যা সন্তান জন্ম দেন, তাতে তিনি আরও ভেঙ্গে পড়েন। তাই নিজের বিবেককে বিসর্জন দিয়ে তার তৃতীয় কন্যাকে বিক্রি করে দেন।

পরে সারারাত তল্লাশি চালিয়ে শুক্রবার দুপুরে বন হরিশপুরে সেখ হীরার বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় তাকেও। শনিবার (২৯ জুন) রাজু ও শেখ হীরা দুজনকেই হাওড়া আদালতে প্রেরণ করা হয়। চার দিনের শিশু ও তার মাকে হোমে পাঠানো হয়েছে।

 

Bootstrap Image Preview