Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাজায় ইসরাইলের হামলায় নারী ও শিশুসহ আহত ২১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন ২০১৯, ০৩:৩২ PM
আপডেট: ২৯ জুন ২০১৯, ০৩:৩২ PM

bdmorning Image Preview


ফিলিস্তিনের গাজায় অবৈধ বসতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল চলাকালে দখলদার ইসরাইলের নিরাপত্তা বাহিনীর সদস্যদের হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ২১ জন আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্যমন্ত্রী জানান, আহতদের মধ্যে একজন সাংবাদিক এবং ছয়জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

২০১৮ সালের মার্চ থেকে প্রতি শুক্রবার জুমার নামাজ শেষে জবর-দখল করা ভূমি ফিরিয়ে দিতে ইসরাইলি সীমান্তের কাছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা বিক্ষোভ করে আসছে।

নিরস্ত্র ও নিরপরাধ বেসামরিক ফিলিস্তিনিদের উপর বিক্ষোভের প্রথম দিন থেকেই নির্বিচারে গুলি চালিয়ে আসছে ইসরাইলি বাহিনী।

তাদের শান্তিপূর্ণ এ আন্দোলনে ইসরাইলি বাহিনীর বর্বরতায় এ পর্যন্ত আড়াইশ'র বেশি বেসামরিক ফিলিস্তিনি নিহত এবং সহস্রাধিক গুরুতর আহত হয়েছেন।

১৯৪৮ সাল থেকে একটি ইহুদি রাষ্ট্র গঠনের লক্ষ্যে একটু একটু করে গাজায় ফিলিস্তিনি ভূখন্ড দখল করে নিচ্ছে ইসরাইল।

আন্তর্জাতিক নিয়ম-নীতির তোয়াক্কা না করে এক যুগ ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবরোধ আরোপ করে রেখেছে ইসরাইল। জরুরি চিকিৎসা সেবা পর্যন্ত নিতে পারছেনা ওই অবরোধের কারণে।

Bootstrap Image Preview