Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৯টার মধ্যে অফিসে না আসলে বেতন কাটার হুমকি যোগীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন ২০১৯, ০১:২৪ PM
আপডেট: ২৯ জুন ২০১৯, ০১:২৪ PM

bdmorning Image Preview


সরকারি অফিসগুলোতে নিয়মানুবর্তিতা নিয়ে আসতে কর্মকর্তাদের জন্য এবার কঠোর নিয়ম বেঁধে দিলেন ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এখন থেকে প্রত্যেককেই ঠিক সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত হতে হবে, না হলেই বেতন কাটা যাবে। দেওয়া হবে আরও বড় শাস্তি। 

মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, যেকোনো মূল্যে সরকারি আমলাদের সকাল ৯টার মধ্যে অফিস পৌঁছতে হবে। শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারী নয়, জেলা শাসক ও পুলিশ প্রধানদেরও মেনে চলতে হবে এই একই নিয়ম।

ভারতীয় সংবাসমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, জেলা শাসক এবং উচ্চ পদস্থ পুলিশ কর্তারা সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের কাজ সম্পন্ন করতে হবে। তাদের অভাব-অভিযোগ শুনতে হবে জেলা শাসকদের। গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী দপ্তর থেকে এমনই টুইট করে জানানো হয়।

এ ধরনের নির্দেশিকা আসতেই অসন্তোষ তৈরি হয়েছে আমলা মহলে। অনেকেই দাবি করছেন, অফিস শুরুর মতো ছুটি হওয়ার সময়ও নির্ধারণ করে দিন মুখ্যমন্ত্রী।

উত্তর প্রদেশের এডিজি পীযূষ আনন্দ পুলিশের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়ে জানান, আগামী ৩০ জুনের মধ্যে দুর্নীতিগ্রস্ত পুলিশের একটি তালিকা দিতে হবে।  ৫০ বছরের বেশি বয়স পুলিশদের চাকরি নিয়েও বিবেচনা করা হতে পারে।

ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না।

উত্তরপ্রদেশের স্থানীয় এক পুলিশ কর্মকর্তার অভিযোগ, ‘এসপি হওয়ার সুবাদে অনেক সময় ভোর রাত ৪টা পর্যন্ত কাজ করতে হয়। এরপর সকাল ৯টা অফিস পৌঁছানো অসম্ভব হয়ে পড়বে।’  তিনি আরও বলেন, ‘আমরা তো কার্যত ২৪ ঘণ্টাই কাজ করে থাকি।’

Bootstrap Image Preview