Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্বল্পমেয়াদি যুদ্ধ ট্রাম্পের অলীক কল্পনা: জারিফ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন ২০১৯, ১২:১৩ PM
আপডেট: ২৮ জুন ২০১৯, ১২:১৩ PM

bdmorning Image Preview


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে স্বল্পমেয়াদি যুদ্ধের যে হুমকি দিয়েছেন তাকে অলীক কল্পনা বলে উড়িয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

তিনি বলেছেন, ট্রাম্প ভুল করে স্বল্প মেয়াদি যুদ্ধের কথা বলছেন; এটা নিতান্তই অলীক কল্পনা ও ভুল ধারণা। জাওয়াদ জারিফ বলেছেন, ইরানের বিরুদ্ধে হয়ত আমেরিকা যুদ্ধ শুরু করতে পারবে কিন্তু তাদের হাতে সে যুদ্ধ শেষ হবে না। গতকাল (বৃহস্পতিবার) এক টুইটার পোস্টে জারিফ বলেন, “ট্রাম্পের ভুল ধারণা শান্তিকে বিপদের মুখে ফেলবে। ইরানের সঙ্গে সংক্ষিপ্ত যুদ্ধ নিতান্তই অলীক কল্পনা।”

এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ইরানকে নিশ্চিহ্ন করার যে হুমকি দিয়েছেন তাকে গণহত্যার হুমকি শামিল বলে মন্তব্য করেন। মঙ্গলবার তিনি সিএনএন টেলিভিশনকে বলেছেন, আমেরিকা এই হুমকি বাস্তবায়ন করতে সক্ষম নয়।

বুধবার ফক্স নিউজকে দেয়া দীর্ঘ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “তিনি ইরানের সঙ্গে যুদ্ধ এড়ানোর চেষ্টা করছেন তবে যদি যুদ্ধ শুরু হয় তাহলে তাতে পদাতিক বাহিনী জড়াবে না। ফলে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না।”

Bootstrap Image Preview