Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিষধর সাপেরাই “বিষকণ্যার” বন্ধু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০১৯, ০৫:০৭ PM
আপডেট: ২৭ জুন ২০১৯, ০৫:০৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মাঝে মাঝে কিছু ঘটনা অবিশ্বাস্য হলেও আর তা যদি সত্যিতে পরিণত হয়ে গেলে সেই ঘটনার কাহিনী কার শুনতে ইচ্ছা না করে? বা তা যদি হয় বিষধর সাপ নিয়ে, তেমনি আকষর্ণীয় ও তাক লাগানোর ঘটনা ঘটিয়েছে,

মাত্র দু’বছর বয়স থেকেই সাপেদের সঙ্গে খেলা করত ১০ বছর বয়সী মেয়ে। ১০ বছরের ওই বালিকার নাম নাজনীন।

তখন থেকেই এলাকায় 'বিষকন্যা' বলে পরিচিত। সে স্কুলেও যায় না। দিনরাত সাপেরাই তার সঙ্গী। সাপেদের সঙ্গে কথা বলে। তাদের গানও শোনায় এই মেয়ে। মেয়ের জন্য মাঝেমাঝে ভয়ও লাগে তার পরিবারের। কিন্তু, নির্বিকার 'বিষকন্যা'। সাপেদের সঙ্গে তার এই বন্ধুত্ব দেখতে অনেক দূর থেকেও বহু মানুষ আসে গ্রামে।

ভারতের উত্তরপ্রদেশের হামিদপুর থেকে ১৫ কিমি দূরে ঘাটমপুর গেলেই এই দৃশ্য দেখে যে কারোই ভয়ে চোখ উঠবে কপালে।তার বয়সী মেয়েরা যখন স্কুলে যায়, তখন সে ব্যস্ত বিষধর সাপেদের নিয়ে খেলতে। তাদের সঙ্গে কথা বলে সে। তাদের মাঝেই ঘুমোয়। । সাপদের প্রতি তার এতটুকুও ভয় নেই। বরং তার মতে, সাপগুলো তার বন্ধু।

তাদের সঙ্গেই ঘুমোয়, খায়, গল্প করে।
 

Bootstrap Image Preview