Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেলো ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০১৯, ১০:২৩ PM
আপডেট: ২৫ মে ২০১৯, ১০:২৩ PM

bdmorning Image Preview


বিশ্বকাপের মূল আসর শুরু হতে যাচ্ছে ৩০ মে। এরই আগে আজ ২৫ মে (শনিবার) নিজেদের ঝালিয়ে নিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় শিরোপার দাবিদার ভারত। কিন্তু ইংল্যান্ডের ব্যাটিং সহায়ক উইকেটে কোহলিদের নাস্তানাবুদ করে ছেড়েছে কিউইরা।

ইংল্যান্ড বিশ্বকাপ নিয়ে সাবেক তারকা ক্রিকেটারদের অনেকেই ভবিষ্যতদ্বানী করেছেন। কিংবদন্তিদের সেমিফাইনাল লিস্টে নাম নেই নিউজিল্যান্ডের। অথচ সেই নিউজিল্যান্ডের কাছে হেরে গেল এবারের বিশ্বকাপ ট্রফি জয়ের অন্যতম দাবিদার ভারত।

আগে ব্যাট করতে নেমে মাত্র ১৭৯ রানে গুটিয়ে যায় ভারত। তারা উইকেটে টিকতে পেরেছে মাত্র ৩৯.২ ওভার। ১৮০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কিউইরা ৩৭.১ ওভারে ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়।

ভারতের হয়ে এই ম্যাচে সর্বাধিক ৫৪ রান করেন জাদেজা। এছাড়া পান্ডিয়া, কুলদিপ, কোহলি যথাক্রমে করেন ৩০, ১৯, ১৮ রান।

অন্যদিকে কিউইদের মাঝে এই ম্যাচে সর্বাধিক ৭১ রান করেন টেইলার। এছাড়াও উইলিয়ামসন, গাপটিল, নিকোলাস যথাক্রমে করেন ৬৭, ২২, ১৫ রান।

১৮০ রানের মামুলি স্কোর তাড়া করতে শুরুতে অবশ্য কিছুটা বিপর্যয়ে পড়ে যায় নিউজিল্যান্ড। স্কোর বোর্ডে ৩৭ রান তুলতেই দুই ওপেনার কলিন মুনরো ও মার্টিন গাপটিলের উইকেট হারায় তারা।

এরপর অধিনায়ক কেন উইলিয়ামসন ও রস টেইলর এসে তৃতীয় উইকেটে দলের হাল ধরেন। এই জুটিতে তরা যৌথভাবে ফিফটি গড়ার পাশাপশি করেন ১১৪ রান।

জয়ের জন্য যখন নিউজিল্যান্ডের প্রয়োজন ১২১ বলে মাত্র ২৯ রান- খেলার এমন অবস্থায় যুজবেন্দ্র চাহালের বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন কেন উইলিয়ামসন। তার আগে ৮৭ বলে ছয়টি চার ও এক ছক্কায় ৬৭ রান করেন নিউজিল্যান্ড অধিনায়ক।

উইলিয়ামসনের বিদায়ের খানিক ব্যবধানে ফেরেন দুর্দান্ত ব্যাটিং করে যাওয়া রস টেইলর। রবিন্দ্র জাদেজার বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন টেইলর।

তার আগে ৭৫ বলে ৮টি চারের সাহায্যে ৭১ রান করেন রস টেইলর। তার বিদায়ের পর জয় পেতে তেমন সমস্যায় পড়তে হয়নি নিউজিল্যান্ডের। ২৮ বলে ১৫ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন নিকোলাস।

Bootstrap Image Preview