Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘গরমে কষ্ট পাচ্ছেন দেবতারা’, মন্দিরে বসালো এসি-ফ্যান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০১৯, ১১:১৭ AM
আপডেট: ১১ মে ২০১৯, ১১:১৭ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারত জুড়ে চলছে তীব্র তাপদাহ। আর এই তাপদাহে পুড়ছে ভারতের উত্তরপ্রদেশও। সেখানকার তাপমাত্রা এখন প্রায় চল্লিশ ডিগ্রি মতো। এছাড়াও দেশটিতে তীব্র তাপদাহের সঙ্গে চলছে নির্বাচনের রাজনৈতিক উত্তাপ। সবমিলিয়ে হাঁসফাঁস অবস্থা। এরমধ্যে দেশটির বিভিন্ন মন্দিরের পুরোহিতদের দাবি, প্রচণ্ড গরমে দেবতাদের ভীষণ কষ্ট পাচ্ছে।

কানপুরের মন্দিরগুলির পুরোহিতদের দাবি, মন্দিরে দেবতাদের এতটাই গরম লাগছে যে মন্দিরে থাকতে পারছেন না। তাই বিশেষ ব্যবস্থা করা হয়েছে, যাতে দেবতারা এই গরমে সুস্থ থাকতে পারেন। মন্দিরে বসানো হয়েছে এসি, কুলার ও ফ্যান৷

কানপুরের সিদ্ধিবিনায়ক গণেশ মন্দিরের প্রধান পুরোহিত সুরজিত কুমার দুবে জানিয়েছেন, ভগবানেরও গরম লাগে। তারাও আর পাঁচটা সাধারণ মানুষের মতই কষ্ট পান।

তিনি আরো জানান, তাই মন্দিরের গর্ভগৃহ ঠাণ্ডা করার আয়োজন করা হয়েছে। শুধু তাই নয়, তাকে (দেবতা) হালকা জামাকাপড় পরানো হয়েছে, যাতে অতিরিক্ত ভারি জামা কাপড়ে আরও গরম না লাগে তার।

তবে সাধারণ ভক্তদের অভিযোগ, এই ব্যবস্থা কি ভগবানের জন্য না পুরোহিতদের স্বার্থে? ভক্তদের আরো অভিযোগ, পুরোহিতেরা মন্দিরের মধ্যে যাতে আরামে থাকেন, তাই জনগণের দানের টাকায় এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করেননি।

Bootstrap Image Preview