Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লাথি মেরে মমতাকে বাংলাদেশে পাঠানোর হুমকি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০১৯, ০৯:৫৯ PM
আপডেট: ১০ মে ২০১৯, ০৯:৫৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভারতের পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের থাপ্পড় দেওয়ার কথা বলেছিলেন দেশটির প্রধানমন্ত্রী মোদিকে। সেই চড়ের বদলা এবার লাথি মারার বার্তা দিলেন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তাঁর হুঙ্কার, দিদি বাংলার মানুষ আপনাকে লাথি মারার জন্য তৈরি আছে। হাওড়ার একটি জনসভা থেকে তিনি এই মন্তব্য করেন।

মঙ্গলবার পুরুলিয়ায় এক জনসভা থেকে নরেন্দ্র মোদীকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, নরেন্দ্র মোদি যখন বাংলায় এসে বলেন, এখানে তোলাবাজের সরকার চলছে, তখন মনে হয় দিই ঠাসিয়ে এক গণতন্ত্রের থাপ্পড়। এরপরই সায়ন্তন বসু লাথি মেরে বাংলা ছাড়া করার নিদান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।

সায়ন্তন বলেন, দিদি বলছেন, প্রধানমন্ত্রীকে চড় মারব। দিদি, আপনি চড় মারুন, তাতে আমাদের কিছু যায় আসে না। কিন্তু, বাংলার মানুষ আপনাকেও লাথি মারার জন্য প্রস্তুত হয়ে আছে। সেই লাথি খেয়ে আপনি ত্রিপুরা পেরিয়ে বাংলাদেশে গিয়ে পড়বেন। বাংলায় সেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই ভোট যত এগোচ্ছে ততই দিদির মাথা গরম হচ্ছে। আর বাকসংযম হারিয়ে প্রধানমন্ত্রীকেও চড় কষানোর কথা বলছেন।

তাঁর কথায়, প্রথম তিন দফায় তৃণমূল খাতাই খুলতে পারেনি। বাংলা থেকে তৃণমূলের বিদায় আসন্ন। লোকসভা ভোট মিটলেই এ রাজ্যের সরকার ভাঙতে শুরু করবে। তৃণমূল ছেড়ে বিজেপিতে ভিড়বেন বিধায়করা। তখন কিছুই করার থাকবে না মুখ্যমন্ত্রীর। এদিন কর্মীদের উপর হামলা নিয়ে তৃণমূলকে নিশানা করেন বিজেপি প্রার্থী।

সায়ন্তন বলেন, কারও উপর হামলা হলে আমাকে ফোন করবেন না। যারা আক্রমণ করতে আসবে তাদের পা খুলে নিন, তারপর আমায় ফোন করুন। এর আগে তিনি শালীনতার সীমা ছাড়িয়ে বলেছিলেন, কেউ বুথ দখল করতে এলে শাহজাহান হও বা ঔরঙ্গজেব, সিআরপিএফ-কে বলে দেব গুলি যেন বুক লক্ষ্য করে যায়। এই মন্তব্যের জেরে সায়েন্তন বসুকে শোকজ করে নির্বাচন কমিশন।

Bootstrap Image Preview