Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিস্ফোরণ ছাড়াই যেভাবে শত্রুকে ধ্বংস করবে যুক্তরাষ্ট্রের গোপন ক্ষেপণাস্ত্র ‘আর৯এক্স’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মে ২০১৯, ০৯:৫৫ PM
আপডেট: ০৯ মে ২০১৯, ০৯:৫৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বিশেষভাবে পরিকল্পিত এক ধরনের গোপন ক্ষেপণাস্ত্র নির্মাণ করেছে যুক্তরাষ্ট্র, যা দিয়ে কোনো ধরনের বিস্ফোরণ ছাড়াই শত্রুকে হত্যা করতে পারবে।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, সিরিয়া, সোমালিয়া ও ইয়েমেনে ব্যবহারের জন্য নির্মাণ করা হয়েছিল এ অস্ত্রটি।

ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, এতে বেসামরিক লোকজনের হতাহত হওয়ার সংখ্যা এবং ক্ষয়ক্ষতি কমিয়ে দিতে পারবে।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে যথাযথ হামলা চালাতে বিশেষভাবে এ ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয়েছে।

কর্মকর্তারা বলেন, নিকটস্থ স্থাপনা ও ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত না করেই সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুকে আঘাত হানতে গাড়ি কিংবা ভবনের ওপর থেকে শতাধিক পাউন্ডের ধাতু নিক্ষেপ করতে সুপরিচিত হেলফায়ার ক্ষেপণাস্ত্রের সংশোধিত সংস্করণের আর৯এক্স নির্মাণ করা হয়েছে।

পেন্টাগন ও মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা(সিআইএ) ইতিমধ্যে এ অস্ত্রের ব্যবহার করেছে। সচেতনভাবে এ অস্ত্রের অস্তিত্ব গোপন রাখা হয়েছিল।

রুশ গণমাধ্যম স্পুটনিকের খবরে বলা হয়েছে, ইতিমধ্যে দুইবার এ অস্ত্রটি ব্যবহার করা হয়েছে। প্রথম ২০১৭ সালের ফেব্রুয়ারিতে সিরিয়ায় এবং গত জানুয়ারিতে ইয়েমেনে আরেকবার।

মূলত নিজেদের হামলার আওতার বাইরে রাখতে নারী ও শিশুদের আড়াল করে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু বানাতে আর৯এক্স ক্ষেপণাস্ত্র নির্মাণ করা হয়েছে।

Bootstrap Image Preview