Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পরমাণু সমঝোতায় ট্রাম্পকে ফিরে আসার আহ্বান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মে ২০১৯, ০১:৫২ PM
আপডেট: ০৯ মে ২০১৯, ০১:৫২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ইউরোপের ২২ জন নিরাপত্তা বিশেষজ্ঞ ২০১৫ সালে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সই হওয়া পরমাণু সমঝোতায় আমেরিকাকে  ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছেন।

গত বছরের ৮ মে এ সমঝোতা থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানেরে বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন।

ইউরোপের এ ২২ বিশেষজ্ঞ গতকাল (বুধবার) একটি বিবৃতি দিয়েছেন যাতে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে ক্ষতিকর বলে উল্লেখ করেছেন। ইউরোপের বিশেষজ্ঞরা বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্ত পরমাণু নিরস্ত্রীকরণের ক্ষেত্রে আন্তর্জাতিক প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন ইরান নতুন করে বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করলে তা পর্যবেক্ষণ করা কঠিন হবে। এছাড়া, কোনো কোনো দেশ বিশেষ করে সৌদি আরব আঞ্চলিকভাবে অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত হতে পারে।

আমেরিকার পক্ষ থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর ইশতেহার লঙ্ঘনের প্রথম বার্ষিকীতে গতকাল প্রেসিডেন্ট ড. হাসান রুহানি পরমাণু সমঝোতার কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখার কথা ঘোষণা করেন। প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেন, ইরান আগামী দুই মাস সমৃদ্ধ ইউরেনিয়াম ও ভারী পানি বিক্রি বন্ধ রাখবে।

Bootstrap Image Preview