Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চীনা সাগরে মার্কিন যুদ্ধ জাহাজের উপস্থিতিতে বেইজিংয়ের হুঁশিয়ারি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মে ২০১৯, ০৫:৪৩ PM
আপডেট: ০৬ মে ২০১৯, ০৫:৪৩ PM

bdmorning Image Preview
মার্কিন যুদ্ধ জাহাজ


দক্ষিণ চীন সাগরে অবস্থিত একটি বিতর্কিত দ্বীপকে কেন্দ্র করে যখন বেইজিং-ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা মাঝ পথে চীনের দক্ষিণে একটি দ্বীপের কাছে দু'টি মার্কিন যুদ্ধ জাহাজের উপস্থিতির কারণে হুঁশিয়ারি উচ্চারণ করেছে বেইজিং।

প্রেবেল এবং চাং হুন নামে দু'টি ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার চীনের কৃত্রিম দ্বীপের কাছ দিয়ে চলাচল করেছে বলে মার্কিন সামরিক বাহিনী আজ (সোমবার) নিশ্চিত করেছে। স্প্রেটলি দ্বীপের গেভেন এবং জনসন প্রবালপ্রাচীরের ১২ নটিক্যাল মাইলের মধ্যে এ দু'টি যুদ্ধ জাহাজ ভ্রমণ করেছে বলে মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র কমান্ডার ক্লে ডস জানিয়েছেন।

এছাড়া, দু'টি যুদ্ধজাহাজের চলাচলকে 'নিরপরাধ ভ্রমণ' হিসেবে আখ্যায়িত করে ডস বলেন, সমুদ্রপথে অবৈধ দখলদারিত্বকে চ্যালেঞ্জ জানাতে এবং আন্তর্জাতিক আইন অনুসারে সমুদ্র পথে অবাধ চলাচলের অধিকার সংরক্ষণ করতে সেখানে যুদ্ধজাহাজ চলাচল করেছে। এদিকে, দক্ষিণ চীন সাগরের বেশিরভাগ অংশের ওপর মালিকানা দাবিদার বেইজিং মার্কিন এ পদক্ষেপের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছে, সেখানে যুদ্ধ জাহাজ প্রবেশের আগে চীন সরকারের কাছ থেকে অনুমতি নেয়া হয় নি। তাই তাদেরকে সেখান থেকে অবিলম্বে চলে যেতে সতর্ক করে দেয়া হয়েছে। এছাড়া, এ ধরনের উস্কানিমূলক তৎপরতার পুনরাবৃত্তি না ঘটানোর জন্য আমেরিকাকে সতর্ক করে দিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং।

Bootstrap Image Preview