Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রে ১৩৬ জন যাত্রী নিয়ে বিমান নদীতে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০১৯, ১১:১৮ AM
আপডেট: ০৪ মে ২০১৯, ১১:১৮ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ১৩৬ জন যাত্রী নিয়ে একটি বিমান নদীতে পতিত হয়েছে। কিউবার গুয়ানতানামো বে থেকে যাত্রা করে ওই বিমানটি ফ্লোরিডার একটি বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গিয়ে সেন্ট জনস নদীতে পড়ে যায় বলে জানিয়েছেন জ্যাকসনভিলের মেয়র লেনি কারি। 

শনিবার (৪ মে) সকাল ৯ টা ৪৫ এর দিকে দূর্ঘটনাটি ঘটে বলে জানা যায়। খবর- সিএনএন ও ইউএসএটুডের।

এক টুইট বার্তায় লেনি কারি জানান, বিমানের আরোহী সবাই নিরাপদে আছেন বলে আমাকে জানানো হয়েছে।
বোয়িং ৭৩৭ মডেলের ওই বিমানটি ঠিক কতজন আরোহী ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কোনো কোনো মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানটি ১৩৬ জন আরোহী ছিলেন। আবার কোনো কোনো গণমাধ্যম জানিয়েছে, বিমানটিতে দেড় শতাধিক আরোহী ছিলেন।

ন্যাভাল এয়ার স্টেশন জ্যাকসনভিলের একজন মুখপাত্র জানিয়েছেন, ওই বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে সেন্ট জনস নদীতে পড়ে। ফ্লোরিডার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ওই বিমানটি অবতরণের সময় বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে যায় এবং নদীতে পতিত হয়।

স্টেশন জানিয়েছে, ওই বিমানটি ‘ন্যাভাল স্টেশন গুয়ানতানামো বে, কিউবা থেকে ন্যাভাল এয়ার স্টেশন জ্যাকসনভিল’ অবতরণের সময় ওই বিমানটি রানওয় থেকে ছিটকে গিয়ে নদীতে পতিত হয়।

নৌবাহিনীর নিরাপত্তা ও জরুরি রেসপন্স কর্মকর্তা ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে ন্যাভাল এয়ার স্টেশন।

জ্যাকসনভিলের শেরিফ অফিস এক টুইট বার্তায় জানিয়েছে, ওই বিমানটি ‘অগভীর পানিতে’ পতিত হয়েছে এবং ‘ডুবে যায়নি।’ শেরিফের অফিস আরও জানায়, বিমানের ‘সব আরোহী জীবিত আছেন।’

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহায্যের প্রস্তাব দিয়েছেন বলেও জানিয়েছেন জ্যাকসনভিলের মেয়র কারি।

Bootstrap Image Preview