Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মোদির সমালোচনা নিয়ে রাহুলকে ইসির নোটিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মে ২০১৯, ১১:২৮ AM
আপডেট: ০২ মে ২০১৯, ১১:২৮ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বক্তব্যের জেরে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে নোটিশ পাঠিয়েছে দেশটির নির্বাচন কমিশন (ইসি)। আচরণবিধি ভঙ্গের অভিযোগে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

বুধবার (১ মে) দিবাগত রাতে রাহুলকে নোটিশ পাঠিয়েছে ইসি।

গত ২৩ এপ্রিল মধ্যপ্রদেশের শাহদোলে এক সমাবেশে বক্তৃতাকালে রাহুল বলেন, উপজাতিদের জন্য নরেন্দ্র মোদি নতুন এক আইন তৈরি করেছেন। সেই আইনে বলা হয়েছে- যেসব উপজাতি আপনার জমি ছিনতাই করবে, আপনার জঙ্গল, পানি নিয়ে যাবে, ওই উপজাতিদের গুলি করা যাবে।

রাহুলের এমন বক্তব্যের পর ওম পাঠক ও নীরাজ নামে দুই বিজেপি কর্মী দেশটির নির্বাচন কমিশনে আইনের অপব্যাখ্যা জানিয়ে এ বিষয়ে অভিযোগ করেন। এর পর আচরণবিধি ভঙ্গের অভিযোগে কংগ্রেস সভাপতিকে নোটিশ পাঠায় ইসি।

ওই নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাহুলকে এ বক্তব্যের ব্যাখা দিতে বলা হয়েছে। তা না করলে ইসি নিজেই পরবর্তী ব্যবস্থা নেবে। এর আগে গত ২৯ এপ্রিল রাহুলকে ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে নোটিশ পাঠায় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রাহুল গান্ধী বিভিন্ন কাগজপত্রে নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে উল্লেখ করেছেন বলে অভিযোগ বিজেপির।

বিজেপি নেতা সুভ্রমনিয়াম স্বামীর এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৫ দিনের মধ্যে জবাব চেয়ে রাহুলকে নোটিশ পাঠিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই নোটিশের জবাব দেয়ার আগেই নির্বাচন কমিশন থেকে নোটিশ এলো রাহুলের কাছে।

প্রসঙ্গত, ভারতের সাত পর্বের লোকসভা নির্বাচনের মধ্যে শেষ হয়েছে চার পর্ব। ১১ এপ্রিল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত চার দফায় লোকসভার ৩৭৫টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বাকি ১৬৮ আসনের ভোট হবে আরও তিন পর্বে।

পঞ্চম ধাপের ভোট আগামী ৬ মে। ১২ ও ১৯ মে ষষ্ঠ ও সপ্তম পর্বের ভোটগ্রহণের মধ্য দিয়ে শেষ হবে বিশ্বের বৃহত্তম এ নির্বাচনী যজ্ঞ। ২৩ মে চূড়ান্ত ফল প্রকাশ করার কথা রয়েছে।

 

Bootstrap Image Preview