Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শত্রুদের ষড়যন্ত্র বুমেরাং হবে:আয়াতুল্লাহিল উজমা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মে ২০১৯, ০৫:২৭ PM
আপডেট: ০১ মে ২০১৯, ০৫:২৭ PM

bdmorning Image Preview


আমরা ঐক্যবদ্ধ থাকলে শত্রুর ষড়যন্ত্র বুমেরাং হবে বলে মন্তব্য করছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। জাতীয় শিক্ষক দিবসকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হওয়া এক সমাবেশে শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উদ্দেশ্য একথা  বলেছেন তিনি ।  

সমাবেশে দেশটির সর্বোচ্চ নেতা বলেন, অর্থনীতি, রাজনীতি, ভার্চুয়াল জগত ও গোয়েন্দা বিভাগসহ সব ক্ষেত্রেই ইরানের সঙ্গে লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে আমেরিকা ও ইহুদিবাদ। যদিও বাহ্যত মনে হচ্ছে তারা সামরিক যুদ্ধের জন্য প্রস্তুত নয়। তবে আমাদের সামরিক বাহিনী এ বিষয়েও সতর্ক রয়েছে।

তিনি বলেন, শত্রুদের মোকাবেলায় গোটা জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতি ঐক্যবদ্ধ থাকলে শত্রুদের ষড়যন্ত্র উল্টো ফল দেবে। নিজেদের ষড়যন্ত্রে তারা নিজেরাই আটকা পড়বে।

সর্বোচ্চ নেতা বলেন, পাশ্চাত্য ইরানের শিক্ষা ব্যবস্থায় নিজেদের মত চাপিয়ে দিতে চায়। তারা আশা করছে ইরানি শিক্ষকরা ক্লাসে এমন সব শিক্ষা দেবে যাতে ছাত্ররা পাশ্চাত্যকে অনুকরণ করতে শেখে এবং তাদের অনুসারী হয়ে উঠে। তারা এমন মানুষ তৈরি করতে চায় যারা খুব সহজেই মানুষ হত্যা করবে অথবা ঘাতকদের সহযোগিতা করবে।

তিনি বলেন, বিশ্বের যেকোনো দেশের তুলনায় ইরানে ইসলাম ধর্মের ঝাণ্ডা বেশি উড্ডীয়মান। বিজ্ঞান ক্ষেত্রেও ইরান উন্নত দেশের অন্তর্ভুক্ত বলে তিনি মন্তব্য করেন।

 

Bootstrap Image Preview