Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সারা বিশ্বের জন্য বিদ্যমান হুমকি মার্কিন একাধিপত্যবাদ: ইরান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মে ২০১৯, ০৫:১৩ PM
আপডেট: ০১ মে ২০১৯, ০৫:১৩ PM

bdmorning Image Preview


ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, সারা বিশ্বের জন্য মার্কিন একাধিপত্যবাদ ‘বিদ্যমান হুমকি’।

আজ (বুধবার)কাতারের রাজধানী দোহায় এশিয়া কোঅপারেশন ডায়ালগ বা এসিডি’র মন্ত্রী পর্যায়ের ষোড়শ বৈঠকে জাওয়াদ জারিফ একথা বলেন। এসময় তিনি সমস্ত দেশকে একসঙ্গে এবং ঐক্যবদ্ধভাবে এই হুমকি মোকাবেলা আমন্ত্রণ জানান।

এশিয়া কোঅপারেশন ডায়ালগ বা এসিডি’র মন্ত্রী পর্যায়ের ষোড়শ বৈঠক ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বর্তমান মার্কিন প্রশাসনের একাধিপত্যবাদকে আমাদের সম্মিলিতভাবে চিহ্নিত করতে হবে। একটি দেশের ইচ্ছা অন্য সবার ওপর চাপিয়ে দেয়ার এই প্রবণতা আজ হোক, কাল হোক সবার জন্য বিদ্যমান হুমকি হয়ে দেখা দেবে।”

জাওয়াদ জারিফ আরো বলেন, মার্কিন বর্তমান প্রশাসনের স্বল্প-দর্শী কর্মকাণ্ড ও আগ্রাসী একাধিপত্যবাদ হচ্ছে পুরো এশিয়া বিশেষ করে পশ্চিম এশিয়ার একটা উল্লেখযোগ্য অংশ ও পারস্য উপসাগরীয় এলাকার চলমান সংকটের মূল কারণ।

জাওয়াদ জারিফ সুস্পষ্ট করে বলেন, একাধিপত্যবাদ আইনের শাসনের পরিবর্তে জঙ্গলের শাসন চালু করে।

Bootstrap Image Preview