Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বোল্টনকে চিনতে ১০ হাজার শব্দের নিবন্ধন পড়ার প্রয়োজন নেই: জারিফ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মে ২০১৯, ০৪:২০ PM
আপডেট: ০১ মে ২০১৯, ০৪:২০ PM

bdmorning Image Preview


ইরানিদের মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে চেনার জন্য নিউইয়র্কারের আর্টিকেল পড়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। মঙ্গলবার নিজের অফিসিয়াল টুইটার পেজে প্রকাশিত এক পোস্টে এ মন্তব্য করেছেন তিনি।

টুইটার বার্তায় জারিফ লিখেছেন, জন বোল্টন যে বহু আগে থেকেই একজন যুদ্ধবাজ কর্মকর্তা তা বিশ্ববাসী ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করেছে। কিন্তু এ বিষয়টি বোঝার জন্য নিউইয়র্কার ম্যাগাজিনের ১০ হাজার শব্দের নিবন্ধ পড়ার কোনো প্রয়োজন ইরানি জনগণের নেই। তারা শুরু থেকেই বোল্টনকে চিনে রেখেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো লিখেছেন, বোল্টন একটি জাতিগত সন্ত্রাসী গোষ্ঠীর জন্য বাজার গরম করার চেষ্টা করছেন। একইসঙ্গে তিনি ‘বি’ টিমের সহযোগী হিসেবে ইরানি জনগণকে অর্থনৈতিক সন্ত্রাসবাদের লক্ষ্যবস্তু বানিয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ সম্প্রতি মার্কিন নিউজ চ্যানেল ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তার দেশের বিরুদ্ধে আমেরিকাকে যুদ্ধের দিকে ঠেলে দেয়ার জন্য একটি ‘বি’ টিম কাজ করছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, নামের শুরুতে ‘বি’ আদ্যাক্ষরের চার ব্যক্তি এই ‘বি’ টিম গঠন করেছেন।

জারিফ জানান, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন, ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সৌদি যুবরাজ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ বিন জায়েদ এই ‘বি’ টিমের সদস্য। তবে এই টিমের প্রচেষ্টা সত্ত্বেও মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না বলে মন্তব্য করেন মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

Bootstrap Image Preview