Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেন্টকমকে সন্ত্রাসী ঘোষণার বিল ইরানে আইনে পরিণত হলো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মে ২০১৯, ০৩:৫৪ PM
আপডেট: ০১ মে ২০১৯, ০৩:৫৪ PM

bdmorning Image Preview


ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সামরিক বাহিনী কেন্টকমকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদ মজলিসে শূরা এর পাস করা বিলে স্বাক্ষর করেছেন। যার ফলে দেশটিতে বিলটি এখন থেকে  আইনে  গণ্য হবে।

মঙ্গলবার প্রেসিডেন্ট রুহানি এ বিলে স্বাক্ষর করার পর এখন তা ইরানের গোয়েন্দা, পররাষ্ট্র, প্রতিরক্ষা মন্ত্রণালয়, জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ এবং পরিকল্পনা ও বাজেট সংস্থার জন্য তা মান্য করা বাধ্যতামূলক হয়ে গেছে।

গত ৮ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করার ঘোষণা দেন। পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানও মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী সেন্টকমকে সন্ত্রাসী বাহিনী ঘোষণা করে। এ নিয়ে গত মঙ্গলবার ইরানের সংসদে সর্বসম্মতিক্রমে একটি বিল পাস হয়।

এ বিল অনুসারে সেন্টকম এবং এর সহযোগী যেকোনো সংস্থাকে যারা সামরিক, গোয়েন্দা, কৌশলগত, শিক্ষাগত, প্রশাসনিক ও রসদ সরবরাহের মাধ্যমে সাহায্য করবে তারাও ইরানের কাছে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হবে।

 

Bootstrap Image Preview