Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলায় হামলার জন্য আমির হিসেবে যাকে নিয়োগ দিলো আইএস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মে ২০১৯, ০১:২৬ PM
আপডেট: ০১ মে ২০১৯, ০১:২৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ফের জঙ্গি সংগঠন আইএস-এর হামলার হুঁশিয়ারি দিয়েছে। বাংলার জন্য তাদের ‘আমির’-এর নাম ঘোষণা করেছেন বলে জানা গেছে। আবু মহম্মদ অল বেঙ্গলিকে বাংলায় তাদের কার্যকলাপ বৃদ্ধির জন্য নিযুক্ত করা হয়েছে। 

যদিও গোয়েন্দা সংস্থাগুলির হাতে এখনও সময় রয়েছে, তারই মধ্যে ভারতীয় উপমহাদেশে নিজেদের অস্তিত্ব জানান দিতে চাইছে আইএসআইএস। 

সূত্রের খবর থেকে জানা গেছে, আইএস পোস্টারে বলা হয়েছে, যদি কেউ মনে করে বাংলা ও ভারতে খিলাফা সৈন্যদের দমিয়ে রাখবে, তাহলে তারা ভাল করে শুনে রাখুন, তারা কখনই চুপ করে থাকবে না। প্রতিশোধের ইচ্ছা কখনই হাল্কা হয়ে যায় না। হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আইএসআইএস প্রধান আবু বকর অল বাগদাদি অনলাইনে আসার দু’দিন পরেই এই হুমকি যথেষ্টই তাৎপর্যপূর্ণ। বাগদাদি শ্রীলঙ্কায় জঙ্গি হামলাকে স্বাগত জানিয়েছেন। 

প্রসঙ্গত, শ্রীলঙ্কায় চার্চ ও হোটেলে হামলায় কমপক্ষে ২৫০ জনের মৃত্যু হয়েছিল। এই ঘটনাকে বাঘোজের ঘটনার বদলা বলে উল্লেখ করেছেন তিনি। বাঘোজ হল সিরিয়ার গ্রাম, যেখানে আইএসআইএসের শেষ উপস্থিতি ছিল। ২২ মার্চ আমেরিকার প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন সিরিরায় শেষ যে জায়গায় আইএস-এর উপস্থিতি ছিল, তাদের মেরে ফেলা হয়েছে। 

যদিও, সংবাদ মাধ্যমের খরব অনুযায়ী, সেই জায়গায় এখনও মাঝে মধ্যে গুলি-গোলার আওয়াজ পাওয়া যাচ্ছে।

Bootstrap Image Preview