Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মোদিকে চ্যালেঞ্জ দিলেন মমতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মে ২০১৯, ১২:২২ PM
আপডেট: ০১ মে ২০১৯, ১২:২৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


তৃণমূল কংগ্রেসের ৪০ জন বিধায়ক গোপনে যোগাযোগ রাখছেন বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যাকে নেয়ার নিয়ে নাও। আমার একজন লিডার গেলে আমি একলক্ষ লিডার তৈরি করব। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) এক নির্বাচনী জনসভায় মোদিকে কটাক্ষ করে বলেন, সাংবিধানিক পদে থেকে এমন কথা বলা যায় না। আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত মিস্টার প্রাক্তন প্রধানমন্ত্রী।

এর আগে মোদি পশ্চিমঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বলেন, তৃণমূল কংগ্রেসের ৪০ জন এমপির সঙ্গে তার যোগাযোগ হয়েছে। সেসব এমপি লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরপরই দলত্যাগ করবেন।

মোদির এমন দাবির জবাবে মমতা বলেন, তিনি একজন নির্লজ্জ প্রধানমন্ত্রী। বেচা–কেনা করতে এসেছেন। হর্স ট্রেডিং করতে এসেছেন। একজনকে জোগাড় করুন। একজনকে কিনে দেখান। আপনার দলের মতো আমার দল চোর নয়।

মমতা আরও বলেন, ‘আমরা টাকা দিয়ে লোক কিনি না। বাংলার ছেলে-মেয়েদের ওপর আমার ভরসা আছে।

এদিকে, মোদির এমন মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে মোদির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ করবে তৃণমূল কংগ্রেস।

Bootstrap Image Preview