Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সমকামির সেলফির ফাঁদে ইতালির উপ প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০২:৫১ PM
আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ০২:৫১ PM

bdmorning Image Preview


এক জোড়া সমকামি ছাত্রীর সেলফির ফাঁদে পড়েছিলেন ইতালির উপ প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি। ওই সেলফিতে দেখা যাচ্ছে, সালভিনির সামনেই ছাত্রী যুগল চুম্বন করছে। এ নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার পাশাপাশি ছবিটি ভাইরাল হয়ে যায়। মনে করা হয় যে, সালভিনি সমকামবিরোধী শিবিরের লোক।

রাজনীতিবিদ অস্কার আইলেলোর সমর্থনে সিসিলিতে আয়োজিত এক সমাবেশে উপস্থিত হয়েছিলেন সালভিনী। এ সময় তিনি দুজন শিক্ষার্থী ও ভক্তের সঙ্গে সেলফি তুলতে 'পোজ' দেন। ওই দুই নারী সে সময় একে অপরকে প্রগাঢ়ভাবে চুমু দেন।

ওই সমকামি নারীযুগলের সালভিনির সামনেই ওই চুমুর ঘটনাটি দৃশ্যত এক ধরনের প্রতিবাদ ছিল। গত মার্চ মাসে ভেরোনায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড কংগ্রেস অব ফ্যামিলি নামের সম্মেলনে সালভিনির উপস্থিতির ঘটনায় এভাবে প্রতিবাদ (সালভিনির সামনে চুম্বন) জানিয়েছে তারা। সমকামি ও নারীবাদীদের গ্রুপগুলো এই কংগ্রেসের নীতির বিরুদ্ধে প্রতিবাদ-সমাবেশ করে।

তবে ওই নারী যুগলকে পরে সালভিনির নিরাপত্তারক্ষীরা সরিয়ে দেয়।

এদিকে, ইতালীয় গণমাধ্যমে ওই ঘটনা গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়েছে। অন্যদিকে সমকামি গোষ্ঠীগুলো 'সমকামবিরোধী দৃষ্টিভঙ্গীর' সালভিনির পাশে দাঁড়িয়ে ওই দুই সমকামি নারীযুগলের সাহসিকতার প্রশংসা করেছে।

Bootstrap Image Preview