Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সৌদি আরবের ক্ষতি করতে চাই না: ট্রাম্প

ট্রাম্প-সালমান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ১০:১৮ AM
আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ১০:৪৫ AM

bdmorning Image Preview


মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবের প্রতি নিজের সমর্থণের কথা পুনর্ব্যক্ত করে বলেছেন, সৌদি আরব আমাদের কোম্পানির কাছ থেকে অনেক কিছু ক্রয় করে। তাই দেশটির কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। 

উইসকনসিনে ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’ শীর্ষক এক র্যালিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সৌদি আরবের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে যাতে তাদের কাছ থেকে আরো অর্থ পাওয়া যায়।

ট্রাম্প আরও বলেন, তারা আমাদের নগদ অর্থ দেয়। তারা ৪৫০ বিলিয়ন ডলারের বিভিন্ন পণ্য কিনেছে। তাই দেশটির প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে।

এর আগে খাশোগি হত্যার পর ট্রাম্প বলেছিলেন, আমরা যদি বোকার মতো এসব চুক্তি বাতিল করি তাহলে রাশিয়া এবং চীন বিপুল লাভবান হয়ে যেতে পারে। আর তারা নতুন পাওয়া এই বাণিজ্যে খুবই খুশি হয়ে যাবে। এটা হবে যুক্তরাষ্ট্রের তরফ থেকে তাদের জন্য দেওয়া বিশেষ উপহার।

Bootstrap Image Preview