Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপে মাশরাফি ভাইয়ের জন্য কিছু করতে চাইঃ মুশফিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯, ০৬:২২ PM
আপডেট: ২৮ এপ্রিল ২০১৯, ০৬:২২ PM

bdmorning Image Preview


অভিজ্ঞতার বিচারে আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে সব থেকে অভিজ্ঞ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। হয়তো এটাই হতে পারে মাশরাফির শেষ বিশ্বকাপ তাঁর জোর গলায় বলা না গেলেও ঝুঁকি নিয়ে বলা যেতে পারে। কারণটা অনেক পরিষ্কার। 

মাশরাফির বয়স এখন ৩৫ চলছে। আগামী বিশ্বকাপ আসার আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যেতে পারবেন কি না সেটা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।

তাইতো আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে  প্রিয় বড় ভাই ও অধিনায়কের শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে চান বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

বিশ্বকাপকে ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘বিশ্বকাপ সবচেয়ে বড় মঞ্চ। এখানে সবাই পারফর্ম করতে চাইবে। মনে হয় এটাই একসাথে হয়তো বা আমাদের শেষ বিশ্বকাপ। মাশরাফি ভাই যদি এরপরে আর বিশ্বকাপ খেলতে না পারে, তাহলে এটাই একসঙ্গে খেলা শেষ বিশ্বকাপ আমাদের । তো আমরা সবাই চাইবো মাশরাফি ভাই’র জন্য হলেও যেন বিশেষ কিছু করতে পারি। যেটা কিনা স্মরণীয় হতে পারে। আমার মনে হয় এটা অবশ্যই অনেক বড় সুযোগ। একই সাথে আমাদের সুযোগও অনেক বেশি আছে।’

মুশফিক আরও বলেন,‘আমি সেভাবেই চেস্টা করবো। একজন টপঅর্ডার হিসেবে মনে হয়, আমাদের যারা টপঅর্ডার আছে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ কারণ ওয়ানডে ফরম্যাটে ওপরের ব্যাটসম্যানরা রান করলে অনেক বড় একটা রান স্কোর বোর্ডে তুলতে পারেন, প্রায় তিনশ বা সাড়ে তিনশ। এই জিনিসগুলো আমার মাথায় আছে। দল হিসেবেও আমরা এগুলো আলোচনা করেছি। যদি সুযোগ থাকে তাহলে চেস্টা করবো বাংলাদেশকে দু’হাত ভরে দিতে।’

Bootstrap Image Preview