Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাতে কলকাতার সমীকরণের লড়াই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯, ০৩:৫৬ PM
আপডেট: ২৮ এপ্রিল ২০১৯, ০৩:৫৮ PM

bdmorning Image Preview


চলতি আইপিএল আসরে শুরুর দিকে টানা সাত ম্যাচ হারের ব্যর্থতা থেকে বেরিয়ে  এসেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু সেই ব্যর্থতার যেন এবার কলকাতা নাইট রাইডার্সকে তাড়া করেছে। প্রথম পাঁচ ম্যাচে চারটি জয়ের পর টানা ছয়টি ম্যাচে পরাজয়ের মুখ দেখেছে দলটি। 

পরাজয়ের ব্যর্থতা থেতে ঘুরে দাঁড়াতে আজ তাদের লড়াই করতে হবে তিনবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে আজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে।

টানা ছয় ম্যাচ হেরে প্লে অফ খেলার পরিসংখ্যানটা অনেক কঠিন করে ফেলেছে কলকাতা। কলকাতা প্রথম চার ম্যাচ জিতেই শুরু করেছিল। মুম্বাই সেখানে প্রথম তিন ম্যাচের দুটোতেই হেরে গিয়েছিল। শুরুর সময় আর শেষে এসে দুই দলের অবস্থান সম্পূর্ণ বদলে গিয়েছে। যার ফলে রবিবার এই লড়াই কিছুটা অসমও বটে। দু'য়ে থাকে সেই মুম্বাইয়ের বিরুদ্ধেই জয়ে ফিরতে চাইছে ছ'নম্বরে থাকা কলকাতা।

মুম্বাই শেষ ম্যাচ চেন্নাইকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। অন্যদিকে কলকাতা হারের মুখ দেখতে হয়েছে। আজ কলকাতার লড়াই প্লে অফ খেলতে নিজের আশা বাঁচিয়ে রাখারও। 

কলকাতা নাইট রাইডার্স: ক্রিস লিন, সুনিল নারাইন,  শুভমান গিল, নিতিশ রানা, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, রিঙ্কু সিং, কার্লোস ব্রথওয়েতে, পিয়ুষ চাউলা, কুলদীপ যাদব, প্রসসিদ কৃষ্ণ।

মুম্বাই ইন্ডিয়ানস: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), ইভিন লুইস, সূর্যকুমার যাদব, ক্রুনাল পান্ডা, হার্ডিক পান্ডা, কিরন পোলার্ড, অনুুকুল রায়, রাহুল চাহর, লাসিথ মালিঙ্গা, জাসপ্রিত বুমরাহ।

Bootstrap Image Preview