Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোন ভাবেই লোকসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না বিরাট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০১৯, ১০:৫২ PM
আপডেট: ২৭ এপ্রিল ২০১৯, ১০:৫২ PM

bdmorning Image Preview


গোটা ভারত বর্ষের নয়নের মনি বিরাট কোহলি। যার হাসিতে সবাই হাসে, যার দুঃখে সবার কাঁদে। সেই বিরাট কোহলি কি না  ভোট দিতে পারবেন না দেশের চলমান লোকসভা নির্বাচনে।

এই কথা শুনে অবাক হচ্ছেন! অবাক হওয়ার মতই ঘটনা কিন্তু এটিই সত্য।পূর্বে দিল্লীতে বসবাস করলেও  বর্তমানে বিরাট মুম্বাইতে স্থানান্তরিত হয়েছেন । চেয়েছিলেন মুম্বাই থেকেই নির্বাচনে ভোট দেবেন। কিন্তু ভোটার আইডি কার্ড পাওয়ার জন্য আবেদন করতে দেরি করে ফেলায় এবারের নির্বাচনে ভোটাধিকার পাচ্ছেন না কোহলি।

ভোটার আইডি কার্ডের আবেদন জমা দেয়ার শেষ সময় ছিলো গত ৩০ মার্চ। এসময়ের মধ্যে নিজের বৃত্তান্ত পূরণ করে ফর্ম জমা দিতে পারেননি কোহলি। 

ফলে ডেডলাইন পেরিয়ে যাওয়ার পর অনলাইনে আবেদন করেও কোনো ইতিবাচক খবর পাননি। তবে কোহলি না পারলেও, মুম্বাই থেকেই ভোট দেবেন তার স্ত্রী আনুশকা শর্মা।

Bootstrap Image Preview