Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টাইগারদের জার্সির দাম কত, কিভাবে, কোথায় পাবেন?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০১৯, ০৮:৫৪ PM
আপডেট: ২৭ এপ্রিল ২০১৯, ০৮:৫৪ PM

bdmorning Image Preview


আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপ সামনে রেখে ভক্তদের কাছে টাইগার দলের জার্সি পৌঁছিয়ে দেওয়ার সিন্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

আজ শনিবার গুলশানের ক্রিকেটার্স কিচেন রেস্তোরায় সংবাদ সম্মেলনের মাধ্যমে জার্সি বিতরণকারী প্রতিষ্ঠানের নাম জানিয়েছেন জার্সি বিক্রির সত্ত্ব পাওয়া প্রতিষ্ঠান স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ।

দেশের দুটি শীর্ষ ব্র্যান্ড অঞ্জনস এবং জেন্টলপার্কের প্রায় শতাধিক আউটলেটে আগামী ২৯ এপ্রিল থেকে পাওয়া যাবে বাংলাদেশের জার্সি। এছাড়া অনলাইনের মাধ্যমেও ক্রেতারা জার্সি ক্রয় করতে পারবেন।

ক্রিকশপ বিডি এবং জার্সি ফ্রিক বিডি এই দুই অনলাইন প্রতিষ্ঠান বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে জার্সি বিক্রি করবে। এক্সক্লুসিভ পার্টনার ডিমানি অ্যাপের মাধ্যমেও জার্সি কিনতে পারবেন ক্রেতারা। 

ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে বাংলাদেশ দলের জার্সির দাম নির্ধারণ করা হয়েছে ১১৫০ টাকা। মূল জার্সির অ্যাওয়ে জার্সিও পাওয়া যাবে সকল আউটলেটে।

Bootstrap Image Preview