Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুসলমান মনে হওয়ায় পথচারীদের গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০১৯, ০৬:৪৯ PM
আপডেট: ২৭ এপ্রিল ২০১৯, ০৬:৪৯ PM

bdmorning Image Preview


দেখে মুসলমান মনে হওয়ায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া কিছু মানুষকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা করেছেন এক ব্যক্তি! ওই ঘটনায় একই পরিবারের ৩ সদস্যসহ মোট ৮ জন আহত হয়েছেন।

শুক্রবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ঐ ব্যক্তিকে আটক করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সানিভেল পুলিশ।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম ইসাইয়া পিপলস। ওই দিন সানফ্রান্সিকোয় রাস্তা দিয়ে একদল লোক হেঁটে যাচ্ছিলেন। সেই দলে একটি পরিবারও ছিল। পিপলস ওই ভিড়ের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে দেন।

সানিভেলের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তদন্তে এটা স্পষ্ট যে ইচ্ছাকৃত ভাবেই এবং খুনের উদ্দেশ্য নিয়েই পিপলস ভিড়ের মধ্যে গাড়ি ঢুকিয়ে দিয়েছিলেন। তবে যে লোকগুলোকে চাপা দেয়ার চেষ্টা করেছিলেন পিপলস, তারা আদৌ মুসলিম কি না, বা তারা কোন দেশের নাগরিক সে বিষয়ে স্পষ্ট কিছু বলেনি পুলিশ।

বছর চৌত্রিশের পিপপলস ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। শনিবার আদালতে তোলা হলে পিপলসের আইনজীবী দাবি করেন, তার মক্কেল মানসিক রোগে ভুগছেন। এই মানসিক অস্থিরতার কারণেই এমন কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। পিপলসের মানসিক চিকিত্সার প্রয়োজন বলে জানান তিনি।

ছেলে যে এমন কাণ্ড ঘটিয়েছে সেটা বিশ্বাসই করতে পারছেন না পিপলসের মা লিভেল পিপলস। তিনি জানান, পিপলস মার্কিন সেনাবাহিনীতে কাজ করতো। ইরাকে ছিল। সেখান থেকে ফেরার পর থেকেই 'পোস্ট ট্রমাটিক স্ট্রেস' ডিস-অর্ডারে ভুগছে। তবে পিপলসের মা এবং আইনজীবী যাই দাবি করুন না কেন, বিষয়টিকে খুব একটা হালকা ভাবে নেয়া হচ্ছে না বলেই জানিয়েছেন সানিভেল পুলিশের এক কর্মকর্তা।

Bootstrap Image Preview