Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চোট না থাকলে হয়ত সুযোগ পেতাম: নারিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ০৩:২০ PM
আপডেট: ২৬ এপ্রিল ২০১৯, ০৩:২০ PM

bdmorning Image Preview


বিশ্বকাপ দলে জায়গা হয়নি তাঁর। হতাশ হয়ে পড়েছেন সুনীল নারিন। তবে জাতীয় দলে ফেরার আশা ছাড়ছেন না কলকাতা নাইট রাইডার্সের বোলিংয়ের সেরা অস্ত্র। ২০১৬ সালে শেষবার জাতীয় দলের হয়ে একদিনের ম্যাচ খেলেছিলেন। বিশ্বকাপ খেলার স্বপ্ন ছিল। কিন্তু ডান হাতের আঙুলের চোটটাই নারিনের স্বপ্ন শেষ করে দিল।

ক্যারিবিয়ান স্পিনার বলেছেন, '‌বিশ্বকাপে খেলার জন্য মুখিয়ে ছিলাম। চোটের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করার সুযোগ আগেও হারিয়েছি। সত্যি বলতে, আঙুলের চোটট পুরো সারেনি। যার ফলে একদিনের ক্রিকেটে ফেরা এখন কঠিন।'‌ এরপরই নারিনের সংযোজন, '‌টি২০ ক্রিকেটে মাত্র ৪ ওভার বল করতে হয়।কিন্তু চোট থাকলে সেটাও সহজ নয়। ফিজিওর পরামর্শ মেনে চলতে হয়। সেকারণেই একদিনের ক্রিকেট খেলতে অসুবিধা হচ্ছে।'‌

ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড নতুন নির্বাচক কমিটি গঠন করেছে। যার গেইল, রাসেলের মতো ক্রিকেটারদের বিশ্বকাপ দলে রেখেছে। নারিনকে নিয়েও সভায় আলোচনা করেন নির্বাচকরা। নারিন বলে গেলেন, '‌নির্বাচকরা আমার নাম নিয়ে আলোচনা করেছেন। এতে তৃপ্তি পাচ্ছি। আমার উপর বিশ্বাস তারা রেখেছেন। দীর্ঘদিন একদিনের ক্রিকেট খেলিনি। তারপরেও আমার নাম উঠেছে নির্বাচনী সভায়। চোট না থাকলে হয়ত সুযোগ পেতাম।’

Bootstrap Image Preview