Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে সহস্রাধিক স্কুলে প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ০৩:১৭ PM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ০৩:১৭ PM

bdmorning Image Preview


হবিগঞ্জ জেলায় ১ হাজার ৩২০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ করা হয়েছে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম।

বুধবার (১৭ এপ্রিল) জেলা পরিষদ হল রুমে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তৃতা রাখেন সদর উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান  ফেরদৌস আরা বেগম প্রমুখ।

প্রধান অতিথি’র বক্তৃতায় এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, বর্তমান সরকারের মাধ্যমে দেশের প্রাথমিক শিক্ষায় বৈপ্লবিক উন্নতি সাধিত হয়েছে। এই উন্নয়নের শুরু করে গিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭৩ সালে ৩৬ হাজার ১৬৫টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে প্রাথমিক শিক্ষার অগ্রযাত্রার শুভ সূচনা করেছিলেন তিনি।

এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে প্রায় ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন। বছরের প্রথম দিনেই রঙিন বই তুলে দেয়া, উপবৃত্তি কার্যক্রম, শিশুদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতারও আয়োজন করা হচ্ছে। এ সকল কারণে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা অনেক দূর এগিয়েছে।

তিনি আরো বলেন, প্রাথমিক পর্যায়ে বিদ্যালয়ে ডিজিটালাইজেশন কার্যক্রমও শুরু হয়েছে। এত কিছুর পরও যদি শিক্ষকদের আন্তরিকতা না থাকে তাহলে আমাদের সন্তানেরা সু-শিক্ষা থেকে বঞ্চিত হবে। সরকারের এই উদ্যোগগুলোকে শতভাগ বাস্তবায়ন এবং সু শিক্ষা নিশ্চিত শিক্ষকদের আন্তরিকতার বিকল্প নেই। 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৩) এর আওতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে উল্লেখিত পরিমাণ মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম হবিগঞ্জের ৮টি উপজেলায় প্রেরণ করা হয়। 

Bootstrap Image Preview