Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাজারে কৃষি পণ্যের দাম না পাওয়ায় লোকসানের মুখে কৃষকরা: এমপি মোতাহার

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯, ০৮:৩১ PM
আপডেট: ১৩ এপ্রিল ২০১৯, ০৮:৩৬ PM

bdmorning Image Preview


লালমনিরহাটের সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বলেছেন, বাজারে ধান ও ভুট্টাসহ কৃষি পণ্যের দাম নেই। যে কারণে কৃষকরা লোকসানের মুখে পড়েছে। একজন কৃষক হিসেবে আমি মনে করি ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।

তিনি শনিবার (১৩ এপ্রিল) সকালে হাতীবান্ধায় কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে ১৪ শত কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়।

ইউএনও সামিউল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু ও জেসমিন নাহার।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার তাপস কুমার সরকার, ওসি ওমর ফারুক, প্রকৌশলী অজয় কুমার সরকার, পিআইও ফেরদৌস আহম্মেদ ও কৃষি কর্মকর্তা হারুনর রশিদ।

Bootstrap Image Preview