Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মার্কিন বিরোধ উপেক্ষা করে তুরস্ককে আরও এস-৪০০ দেবে রাশিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯, ০৭:২৫ PM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ০৭:২৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাশিয়া আরও এস-৪০০ আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা তুরস্ককে হস্তান্তর করতে প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন, ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ।

বুধবার তিনি রাশিয়ার রাজধানী মস্কোতে সাংবাদিকদের এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্র ভূমি থেকে ভূমি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা আঙ্কারাকে সরবরাহ করতে চায়, তবে তুরস্ক অস্বীকৃতি জানানোর পরেই দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে তুরস্ককে ইঙ্গিত করে বলেন, রাশিয়া থেকে আরও এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রব্যবস্থা সরবরাহের জন্য আদেশ করতে পারে।

দিমিত্রি পেসকভ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় বলেন, রাশিয়া প্রস্তুত, রাশিয়ার সক্ষমতা রয়েছে, প্রযুক্তিগত দক্ষতা রয়েছে এবং অবশ্যই, রাশিয়া এই সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা প্রসারিত করার সুযোগ খুঁজছে। এটিই সাধারণ প্রক্রিয়া।

ওয়াশিংটন এস-৪০০ আকাশ ক্ষেপণাস্ত্রব্যবস্থা রাশিয়া থেকে ক্রয় করতে প্রতিবন্ধকতা তৈরি করেছে। এ ছাড়া গত সপ্তাহে এফ-৩৫ যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় যন্ত্রাংশ হস্তান্তরের বিষয়টি বাতিল করেছে।

মার্কিন কর্মকর্তারা তুরস্ককে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার পরিবর্তে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা কিনতে প্রস্তাব দিয়েছে।

এদিকে তুরস্ক ওয়াশিংটনের প্রস্তাব নাকচ করে যুক্তরাষ্ট্রকে বলছে, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থার জন্য অন্য ক্রেতা খুঁজতে। রাশিয়ার প্রযুক্তি চুক্তি স্থানান্তরসহ এটি ভালো প্রস্তাব।

প্রসঙ্গত, তুরস্ক ১৯৯৯ সালে ১০০টি এফ-৩৫ জঙ্গিবিমান কেনার জন্য আমেরিকার সঙ্গে চুক্তি করেছে। এর মধ্যে গত বছরের ২২ জুলাই প্রথম চালান হিসেবে একটি বিমান হস্তান্তর করে আমেরিকা।

ন্যাটোভুক্ত দেশ তুরস্ক, আমেরিকা নেতৃত্বাধীন কয়েকটি দেশের এফ-৩৫ যুদ্ধবিমান তৈরি ও কেনার প্রকল্পে যুক্ত রয়েছে। অন্যান্য দেশগুলো হচ্ছে ইংল্যান্ড, ইতালি, নেদারল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, নরওয়ে এবং ডেনমার্ক।

তুরস্ক রাশিয়ার এস-৪০০ আকাশ ক্ষেপণাস্ত্রব্যবস্থা ক্রয়ে অটল থাকলে যুক্তরাষ্ট্র সিনেটে তুরস্কের বিরুদ্ধে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান না দিতে বিল পাস করে।

এদিকে ২০১৭ সালের ডিসেম্বরে এস-৪০০ পাওয়ার জন্য রাশিয়ার সঙ্গে ২.৫ বিলিয়ন ডলারের চুক্তি করে তুরস্ক।

সূত্র: ইয়েনি শাফাক

Bootstrap Image Preview