Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঘুষের অভিযোগ সত্ত্বেও টানা পঞ্চমবারের মতো জয়ী হলেন নেতানিয়াহু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯, ১১:৪৯ AM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ১১:৪৯ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে টানা পঞ্চমবারের মতো জয়ী হয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও প্রতিদ্বন্দ্বী বান্নি গ্যান্টজের সঙ্গে তার ব্যবধান খুবই সামান্য ছিল।

বুধবার (১০ এপ্রিল) দেশটির প্রধান টেলিভিশন চ্যানেলের বরাতে আরব নিউজের খবরে এমন তথ্য দিয়েছে।

ইসরাইলের এবারের নির্বাচনে ৯৭ শতাংশ ভোট পড়েছে। নেতানিয়াহুর লিকুড পার্টি পেয়েছে ৩৭টি আসন। তার প্রতিদ্বন্দ্বি মধ্যপন্থী নীল ও সাদা জোট পেয়েছে ৩৬টি আসন।

ইসরায়েলের পার্লামেন্টের নেসেট’র আসন সংখ্যা ১২০টি। কিন্তু এ পর্যন্ত কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি নির্বাচনে। দেশটিতে সব সময় জোট সরকার গঠিত হয়েছে।

তবে এই হাড্ডাহাড্ডি লড়াইকে নেতানিয়াহুর চরিত্রের প্রতি গণভোট হিসেবে দেখা হচ্ছে। যদিও ইসরাইলি এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে।

ইতিমধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি ঘুষের মামলার অভিযোগপত্র দেয়া হয়েছে। তবে নিজের বিরুদ্ধে সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

লিকুদ পার্টির প্রধান কার্যালয়ে শেষ রাতে দেয়া ভাষণে নেতানিয়াহু বলেন, এটি ব্যাপক বিজয়ের রাত।

এ বিজয়ের মাধ্যমে ইসরাইলের ৭১ বছরের ইতিহাসে দীর্ঘসময়ের শাসক হতে যাচ্ছেন নেতানিয়াহু। তিনি বলেন, মিত্রদের সঙ্গে জোট গড়তে আলোচনা শুরু হয়েছে।

Bootstrap Image Preview