Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কার্যালয়ে আগুন: ইমরান খান বললেন, আগে সবাইকে নামাও তারপর আমি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ০৬:২৭ PM
আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ০৬:২৭ PM

bdmorning Image Preview


পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কার্যালয়ে আগুন লেগেছে। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের তৃতীয় তলার একটি বাথরুমে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তৎক্ষণাৎ উপস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছে পাকিস্তানের জিও টিভি।

এ সময় প্রধানমন্ত্রী ইমরান খান তাঁর কার্যালয়ে একটি সভায় ছিলেন। ইমরান খানকে আগুনের খবর দেওয়া হলেও তিনি সভা চালিয়ে যান। তিনি বলেন, ‘আগে সবাইকে নিরাপদে ভবন থেকে নামানো হবে, তারপর আমি বের হব।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগে। এরপর ভবনে থাকা অগ্নিনির্বাপন ব্যবস্থাপনা ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সময় কর্মকর্তা-কর্মচারীদের সবাই নিরাপদে ছিলেন বলে জানান তিনি।

কয়েকটি সূত্র জানায়, আগুনের খবর পাওয়ার পরও বৈঠক চালিয়ে যাচ্ছিলেন ইমরান খান।

দফতরের মুখপাত্র আরো বলেন, প্রথমে তার কর্মীরা বের হবেন। সবার শেষে নিজে ভবন ত্যাগ করবেন।

Bootstrap Image Preview