Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্বামীকে ‘অপদার্থ’ বলায় স্ত্রীর ১ হাজার ৯৬ দিনের জেল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ০৩:৫৩ PM
আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ০৩:৫৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাবেক স্বামীকে ‘অপদার্থ’ ও তার স্ত্রীকে ‘ঘোড়া’ বলে কটূক্তি করায় তিন বছরের কারাদণ্ড (যা লিপ ইয়ার সহো হিসেব করলে ১ পাজার ৯৬ দিন) দেওয়া হলো এক নারীকে। একইসঙ্গে তাকে ৫০ হাজার পাউন্ড জরিমানা করেছে দুবাইয়ে একটি আদালত।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ৫৫ বছর বয়সী অভিযুক্ত ওই ব্রিটিশ নারীর নাম লালেহ শারাভেশ।

গত ১০ মার্চ তার মেয়েকে নিয়ে স্বামীর শেষকৃত্যে অংশ নিতে দুবাই যান তিনি। সে সময়ই মেয়েসহ তাকে বিমানবন্দর থেকে আটক করা হয়। পরে দুবাইয়ের কঠোর সাইবার অপরাধ আইনে তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। গ্রেফতারের পর তার মেয়েকে ব্রিটেন ফিরতে দেওয়া হয়।

২০১৬ সালে লালেহ’র একটি ফেসবুক পোস্ট নিয়ে অভিযোগ করেছেন তার সাবেক স্বামীর বর্তমান স্ত্রী। সেখানে তার স্বামীকে অপদার্থ ও তার স্ত্রীকে ঘোড়া বলে কটাক্ষ করেন তিনি।

লালেহ সাক্ষাৎকারে বলেন, ‘আমি খুবই আতঙ্কিত। আমি খেতে কিংবা ঘুমাতে পারছি না।  স্ট্রেসের কারণে আমার স্বাস্থ্য কমে গেছে এবং আমার মেয়ে প্রতি রাতে কাঁদতে কাঁদতে ঘুমায়। তার বাবা যাওয়ার পর আমরা একে অপরের খুব কাছাকাছি ছিলাম।’ মেয়ের থেকে দূরে থাকায় তিনি ভেঙে পড়েছেন বলে আরও জানান।

গত ৩ মার্চ হার্ট অ্যাটাকে মারা যান লালেহর সাবেক স্বামী পেড্রো।  মারা যাওয়ার আগে নিজের দ্বিতীয় স্ত্রী সামাহ আল হাম্মাদিকে নিয়ে দুবাই থাকতেন তিনি। দুই বছর আগে পর্তুগিজ ব্যাংকার পেড্রো লালেহর সঙ্গে ১৮ বছরের সংসারের বিচ্ছেদ ঘটিয়ে দুবাই চলে যান। সেখানে দ্বিতীয় বিয়ে করেন তিনি। স্বামীর দ্বিতীয় বিয়ের ছবি দেখে রাগে ফেটে পড়েন লালেহ। ২০১৬ সালে ১০ অক্টোবর একটি পোস্টে স্বামী ও তার স্ত্রীকে নিয়ে কটাক্ষ্য করেন লালেহ। 

দুই বছর আগের সেই পোস্ট নিয়ে সামাহ যে দুবাই কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন সে সম্পর্কে কিছু জানতেন না লালেহ। গত ১০ মার্চ দুবাই বিমানবন্দরে আসেন মা-মেয়ে। পাঁচদিনের ভ্রমণের জন্য আসেন তারা। কিন্তু বিমানবন্দর থেকেই তাদের আটক করে পুলিশ। ২০১৭ সালে করা অভিযোগের ভিত্তিতে লালেহর বিরুদ্ধে দুবাই ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে একটি গ্রেফতারি পরোয়ানা ছিল।

এ বিষয়ে লালেহ বলেন, ‘আমাদের বিচ্ছেদের এত অল্প সময়ের মধ্যে পেড্রো আবার বিয়ে করবে তা নিয়ে আমার বিন্দুমাত্র ধারণা ছিলো না। আমি এ নিয়ে খুব বাজেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছি। আমি রেগে ফেসবুকে তার স্ত্রীকে নিয়ে দুইটা অকথ্য শব্দ লিখে কমেন্ট করেছি। আমি জানি আমার তা করা উচিত হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমার ভালো ব্যবহার দেখানো উচিত ছিলো। কিন্তু তখন আমার রাগ, বিশ্বাসঘাতকতা ও আঘাত অনুভূত হচ্ছিলো। ১৮ বছরের সংসারের পর এত অল্প সময়ের ব্যবধানে সে আবার বিয়ে করে। আমাকে সম্মান দেখিয়ে বিষয়টি জানানো পর্যন্ত মনে করেনি সে।’

দুটি পোস্টে লালেহ লিখেন, ‘আমি আশা করি, তুমি গোল্লায় যাবা, অপদার্থ।  তুমি এই ‘ঘোড়ার’ জন্য আমাকে ছেড়ে দিলে এবং তুমি একটি ঘোড়াকে বিয়ে করেছো।’

লালেহকে বলা হয়েছে, আগামী শুনানি না হওয়া পর্যন্ত তিনি দুবাই ছেড়ে কোথাও যেতে পারবেন না।

লালেহ জানান, এর জন্য তিনি তার কাজ হারিয়েছেন। পাঁচ হাজার পাউন্ড ধারও করেছেন।  অভিযুক্ত এই নারী আরও বলেন, ‘আমার দুবাইতে এক মাসের জন্য থাকার খরচ দেওয়ার পর আর কোনো টাকা নেই। কাজ হারিয়েছি। মেয়েকে নিয়ে যেই বাড়িতে থাকতাম, সেখানের ভাড়াটা পর্যন্ত দিতে পারবো না আমি।  আমার পাঁচ হাজার টাকার দেনা আছে। আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আমার মেয়ের কাছে যেতে যাই।’

ইতিমধ্যে ব্রিটিশ দূতাবাসের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে। তবে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, তারা এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে পারবে না।

এদিকে দুবাইয়ের মানবাধিকার সংস্থা লালেহর জন্য এগিয়ে এসেছে।

Bootstrap Image Preview