Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চেনা শত্রুর কাছে আবারো হোঁচট খেলো পিএসজি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ০১:২৯ PM
আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ০১:৩১ PM

bdmorning Image Preview


চলতি মৌসুমে প্রথম দেখায় স্ত্রাসবুরের মাঠে ড্রয়ে পয়েন্ট হারিয়েছিল প্যারিস সেইন্ট জার্মেই। এবার ঘরের মাঠে এ দলটির বিপক্ষে আবারও হোঁচট খেল ফরাসি জায়ান্ট ক্লাবটি।  স্ট্রাসবুর্গের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে থমাস টাচেলের শিষ্যরা।

পিএসজির ঘরের মাঠে বেঞ্চের খেলোয়াড়দের পরখ করতে আনকোরা এক দলকে মাঠে নামান টাচেল। ১৩ মিনিটেই কোচকে গোল উপহার দেন তার ফুটবলাররা। ড্যাগবার পাস থেকে স্কোর করেন ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড এরিক ম্যাক্সিম।

২৬ মিনিটে সে গোল শোধ করে দেয় কস্তা। আর ৩৮ মিনিটে ২য় গোল করে পিএসজিকে হারের শঙ্কায় ফেলে দেয় ফরাসী মিডফিল্ডার অ্যান্থনি গনক্লাভস। ২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। 

বিরতি থেকে ফিরে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে পিএসজি। ম্যাচের ৮২তম মিনিটে সমতায় ফেরে ফ্রান্সের সেরা ক্লাবটি। এসময় উলিয়ান ড্রাক্সলারের কর্নারে হেডে অতিথিদের জালে বল পাঠান টিলো কেরার। ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় ড্র নিয়ে মাছ ছাড়ে পিএসজি।

লিগে ৩০ ম্যাচ শেষে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ বেশি খেলা লিল ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।

Bootstrap Image Preview