Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধানের পদত্যাগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ১১:২৬ AM
আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ১১:২৬ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টজেন নিয়েলসেন পদত্যাগ করেছেন। তবে কি কারণে তিনি পদত্যাগ করেছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। নিয়েলসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ কয়েকটি বিতর্কিত অভিবাসননীতি বাস্তবায়নের দায়িত্ব পালন করেছেন। 

রবিবার (৭ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে হোমল্যান্ড সিকিউরিটির প্রধানের এই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সাময়িকভাবে ক্রিস্টজেনের স্থলাভিষিক্ত করা হচ্ছে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন কমিশনার কেভিন ম্যাকালিনানকে। খুব শিগগিরি স্থায়ীভাবে আমরা এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাব।

এদিকে ক্রিস্টজেন নিয়েলসন তার পদত্যাগপত্রে বলেছেন, সরে যাওয়ার জন্য এটাই উপযুক্ত সময়। আমি যখন দায়িত্ব নিয়েছিলাম সেই সময়ের তুলনায় যুক্তরাষ্ট্র এখন অনেক বেশি নিরাপদ। হোমল্যান্ড সিকিউরিটিতে কাজ করা আমার জন্য এক অনন্য সম্মানের ছিল। যা আমি কখনোই ভুলব না।

বিবিসি নিউজ বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প দেশটির দক্ষিণাঞ্চলীয় সীমান্ত সফরের কয়েকদিনের মাথায় নিয়েলসন পদত্যাগ করছেন।

এর আগে ২০১৭ সালের জানুয়ারি মাসে সাবেক হোমল্যান্ড সিকিউরিটি প্রধান জন কেলির পদত্যাগের পর তার জায়গায় স্থলাভিষিক্ত হন নিয়েলসন।

কেলি যখন হোয়াইট হাউসের চিফ অব স্টাফের দায়িত্ব নিয়েছিলেন তখন তিনি তার সহকারীর দায়িত্ব পালন করেছিলেন। তবে সেই বছরের শেষেই তাকে তার পুরনো দায়িত্বে ফিরে আসতে হয়।

Bootstrap Image Preview