Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিজারের মুহূর্ত ভিডিও, ধরা পড়ে ক্ষমা চাইলো হাসপাতাল কর্তৃপক্ষ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ০৮:৫৮ PM
আপডেট: ০৭ এপ্রিল ২০১৯, ০৮:৫৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সন্তান প্রসাবের সময় অস্ত্রোপচারের দৃশ্যধারণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালের বিরুদ্ধে। ওই ঘটনার জেরে ক্ষমা চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এই মাসের মধ্যে লা মেসা’র শার্প গ্রসমন্ট হসটিটালে ৮০ জনের বেশি নারীর সন্তান প্রসব করানো হয়। কেএনএসডি টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়, ওই হাসপাতালের তিনটি অপারেশন থিয়েটারে নারীদের সন্তান প্রসবের দৃশ্যধারণ করা হয়েছে।

এক নারী অভিযোগ করেছেন, সিজারের মাধ্যমে তার সন্তান প্রসবের দৃশ্যধারণ করা হয়েছে। মেলিশা এসকালেরা নামক ওই নারী অভিযোগে উল্লেখ করেন, আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মুহূর্তের দুশ্য ধারণের ব্যাপারে কেউ আমাকে জানায়নি। ওই মুহূর্তের ভিডিও ধারণের ব্যাপারে আমি কখনোই অনুমতি প্রদান করিনি।

গত বৃহস্পতিবার ওই হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, কেবল ২০১২ এবং ২০১৩ সালে ক্যামেরা স্থাপন করা হয়েছিল। তাতে কেবল বাইরে ব্যক্তিদের উপস্থিতি ধারণ করা হতো। এছাড়া রোগী ও চিকিৎসকদের গতিবিধি ওই ক্যামেরায় রেকর্ড করা হলেও তাতে শব্দ রেকর্ড হয়নি।

এই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, তদন্তে ওই ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তিনি বেশিদিন এখানে থাকতে পারবেন না। ইতোমধ্যেই ওই হাসপাতালটি ভিডিও ধারণ বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে। তাদের দাবি, ভিডিওগুলো কখনোই প্রকাশ্যে আশার শঙ্কা নেই। কেবল কোনো রোগীর স্বজন সেটা চাইলে যথাযথ প্রক্রিয়ায় দেখানো হতে পারে।

ওই বিবৃতিতে আরো বলা হয়, আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী যে আমাদের কারণে সেসব নারীরা, তাদের পরিবার এবং আমরা যাদের সেবায় নিয়োজিত আছি, তারা এক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে।

Bootstrap Image Preview