Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনে ৩২ বার হেরেও ফের ভোটের ময়দানে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ০৪:৩৯ PM
আপডেট: ০৭ এপ্রিল ২০১৯, ০৪:৩৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সেই ১৯৬২ সাল থেকে শুরু করে একের পর এক করে ৩২ বার ভোটে লড়েছেন। তারপর লড়ে যাচ্ছেন বিরামহীন। কোনো নির্বাচনেই জেতেননি। তবুও হার মানার পাত্র নন তিনি। ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে এবারও প্রার্থী হয়েছেন।

এই ব্যক্তির নাম ডা. শ্যামবাবু সুবুধি। যিনি ১৯৬২ সালে লোকসভা নির্বাচনে প্রথম প্রার্থী হয়েছিলেন। তারপর একেক করে ৩২বার বিভিন্ন পর্যায়ে নির্বাচনে লড়েছেন। এখন তার বয়স এখন ৮৪ বছর। এবারও লোকসভার ভোটে লড়বেন। তার আসন উড়িষ্যার আসকা ও বেরহামপুর।

সংবাদ সংস্থা এএনআইকে শ্যামবাবু জানিয়েছেনন, ৩২ বার বিভিন্ন নির্বাচনে লড়াই করেছিলাম। এবারও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব। আমার প্রতীক হল ক্রিকেট ব্যাট। উল্টো লেখা প্রধানমন্ত্রী পদপ্রার্থী।

নিজের প্রচারণা সম্পর্কে শ্যামবাবু জানান, ঘরে ঘরে গিয়ে ভোট চাই। বাজারে যাই মানুষের সঙ্গে কথা বলি। শ্যামবাবুর শেষ কথা, হারি জিতি পরোয়া করি না। দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়েই যাব।

Bootstrap Image Preview