Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জন্য ইউরোপ ও আমেরিকা দায়ী: পোপ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ০৩:২৬ PM
আপডেট: ০৭ এপ্রিল ২০১৯, ০৩:২৬ PM

bdmorning Image Preview


মধ্যপ্রাচ্যে যুদ্ধে অগণিত শিশুর মৃত্যুর জন্য ইউরোপ ও আমেরিকাকে দায়ী হিসেবে উল্লেখ করেছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। এছাড়া মধ্যপ্রাচ্যে যুদ্ধের জন্যও আমেরিকাকে দায়ী করেছেন এ ধর্ম গুরু।

সান কার্লো প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের সামনে এক বক্তৃতায় রবিবার এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তের যুদ্ধের কারণ হচ্ছে জন্য ধনী ইউরোপ ও আমেরিকার অস্ত্র বিক্রি। যেসব যুদ্ধ নিরীহ শিশু ও মানুষদের প্রাণ কেড়ে নিচ্ছে। সিরিয়া, আফগানিস্তান, ইয়েমেন এসব দেশে যুদ্ধ হওয়ার কোন কথা ছিল না।

পোপ এসময় আরো বলেন, একটি দেশ অস্ত্র উদপাদন করছে এবং বিক্রি করছে, এজন্য কত শিশুর মৃত্যু ও পরিবার নিঃশেষ হয়ে যাচ্ছে।

এছাড়া তিনি শরণার্থীদের বিভিন্ন দেশ যাতে আশ্রয় দেয় তার আহ্বান জানান।

Bootstrap Image Preview