Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাঁচবিবিতে ধান চাষে জনপ্রিয়তা বাড়ছে 'পার্চিং' পদ্ধতির

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ১১:৩৫ AM
আপডেট: ০৭ এপ্রিল ২০১৯, ১১:৩৫ AM

bdmorning Image Preview


বাংলাদেশ কৃষি প্রধান দেশ। প্রাচীন পদ্ধতির উপর নির্ভর করে ফসল উৎপাদনে যুগে যুগে চাষাবাদে এসেছে অনেক পরিবর্তন। দেশীয় পদ্ধতির পাশপাশি আধুনিকতার ছোঁয়া লেগেছে সর্বত্র। জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে বিশ্ব এগিয়ে গেলেও কোন কোন ক্ষেত্রে পুরাতন বা প্রাচীন পদ্ধতির ব্যবহার হচ্ছে। আর একারণে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ইরি বোরো মৌসুমে কৃষি জমিতে ধান চাষাবাদে ক্ষতি কারক পোকা-মাকড়ের হাত থেকে ফসলকে সুরক্ষা রাখতে কীটনাশকের ব্যবহার কমিয়ে ব্যবহার হচ্ছে ‘পার্চিং’ পদ্ধতি।

এই ‘পার্চিং’ পদ্ধতিতে বিনা খরচে ও দ্রুত পোকা-মাকড় দমন হওয়ায় কৃষকদের মাঝে দিন দিন বাড়ছে এর ব্যবহারের জনপ্রিয়তা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রায় ২০ হাজার হেক্টর জমিতে এবছর ইরি বরো ধান রোপনের জন্য হাইব্রীড ১১০ হে. ও উফশী জাতের ধান লাগানোর জন্য ১,২৩০ হে. বীজতলা তৈরী করেছে উপজেলার কৃষকরা।

‘পার্চিং’ পদ্ধতিতে ধান চাষাবাদ হল, ধান খেতের (জমি) মাঝে মাঝে শুকনা গাছের ডাল বা বাঁশের খুঁটি তৈরি করে ধান খেতে পুঁতে রাখা। যাতে করে দূর থেকে পাখিরা উড়ে এসে ডালে বসে ক্ষতিকারক পোকা-মাকড় আহার করতে পারে। যার ফলে কীটনাশক ব্যবহার না করে বিনা খরচে সহজেই ফসলের পোকা-মাকড় দমন হয় বলে জানান ঢাকারপাড়া গ্রামের কৃষক তরিকুল ইসলাম।

কৃষকরা আরো জানান, কৃষি ক্ষেত্রে আধুনিক প্রশিক্ষণ নিশ্চিত করতে সরকারের কাছে আবেদন জানান তারা। পাশাপাশি পরিবেশ ভারসাম্য রক্ষায় ভেজাল মুক্ত সার ও কীটনাশক পাওয়ার ব্যাপারেও সহযোগীতা চান তারা। প্রতি ১০ শতাংশ জমিতে যদি ৫টি করে খুঁটি পুঁতে রাখা হয় তাহলে বেশি বেশি পাখি এসে বসবে আর সহজে ধান খেতের ক্ষতিকারক পোকা-মাকড় খেয়ে রোগ বালাই দমন করবে।

কৃষকদের অভিযোগ বর্তমান বাজারে নাম-বেনামে বিভিন্ন কোম্পানির কীটনাশক পাওয়া যাচ্ছে। যা দিয়ে ফসলের কোন উপকার হয় না। তাই কৃষি অফিস থেকে বাজারে বিক্রিত সকল কীটনাশকের প্রতি নিয়মিত মনিটরিং করতে হবে। যাতে করে ভোজাল কীটনাশক কেউ বিক্রি না করতে পারে। পাশাপাশি মাত্রানুযায়ী সঠিক কীটনাশক ব্যবহার করার জন্য সুপরামর্শ প্রদান করেন।

Bootstrap Image Preview