Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী গ্রুপ’ হিসেবে ঘোষণা দিবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ১০:০১ PM
আপডেট: ০৬ এপ্রিল ২০১৯, ১০:০১ PM

bdmorning Image Preview


ইরানের বিপ্লবী গার্ডকে একটি ‘সন্ত্রাসী গ্রুপ’ হিসেবে ঘোষণা দিবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন খুব শিগগিরই এই বিতর্কিত সিদ্ধান্ত ঘোষণা করতে যাচ্ছে।

শুক্রবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ কথা বলা হয়।

ইরানের কট্টরপন্থী শাসকদের রক্ষার মিশন নিয়ে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী গঠন করা হয়। বিপ্লবী গার্ডকে ইরানে একটি শক্তিশালী বাহিনীতে পরিণত করা হয়েছে। ইরানের এ বাহিনী গঠনের পেছনে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্বার্থ রয়েছে।

ইরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত আন্তর্জাতিক একটি চুক্তি থেকে বেরিয়ে আসার পর ট্রাম্প প্রশাসন তেহরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে।

যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর এ গ্রুপের যেকোনো কর্মকাণ্ড বিদেশি সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করা হবে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, পেন্টাগন ও সিআইএ’কে এ পদক্ষেপের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। বলা হচ্ছে, ইরানের অর্থনীতির আরও ক্ষতি করা ছাড়া এটি যুক্তরাষ্ট্রের সৈন্যদের জন্য ঝুঁকি বৃদ্ধি করবে।

Bootstrap Image Preview