Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভয়াবহ বন্যায় তলিয়ে যাচ্ছে ইরান, নিহত ৭০

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ০৭:২১ PM
আপডেট: ০৬ এপ্রিল ২০১৯, ০৭:২১ PM

bdmorning Image Preview


ভারী বৃষ্টিপাতের কারণে ইরানে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। দেশটির ৩১টি প্রদেশের মধ্যে ১১টিই বন্যার কবলে পড়ে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। আরো প্রদেশ এবং গ্রাম বন্যার কবলে পড়ছে।

ভারী বৃষ্টিপাতের ফলে ইরানের একশ ৪১টি নদীর পানি উপচে পড়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। শহর এলাকার বহু রাস্তা ডুবে গিয়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শতাধিক সেতু ধসে পড়ার ঘটনাও ঘটেছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সেখানে আরো ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

চার লাখের বেশি মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে। তাদের মধ্যে নারী ও শিশুদের নিরাপদ আশ্রয়ে নেওয়ার চেষ্টা চলছে। আর পুরুষদের বলা হয়েছে, তারা যেন ত্রাণ সামগ্রী বিতরণে সহায়তা করে।

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের বন্যা পরিস্থিতি সবচেয়ে খারাপের দিকে যাচ্ছে। সেখানকার অন্তত ছয়টি শহর কারখে নদীর পানিতে প্লাবিত হয়েছে। খুজেস্তানের গভর্নর বলেছেন, যত দুত সম্ভব সেখানকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হবে।

Bootstrap Image Preview