Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লালমনিরহাটে ভুট্টাক্ষেতে ভূমিদস্যুদের হাল চাষ, কৃষকের মাথায় হাত 

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৯, ০৭:১৬ PM
আপডেট: ০৫ এপ্রিল ২০১৯, ০৭:১৬ PM

bdmorning Image Preview


লালমনিরহাটের আদিতমারী উপজেলায় রাতের আঁধারে ভুট্টা ক্ষেত নষ্ট করে তিন বর্গাচাষির জমি জবর দখলের অভিযোগ ওঠেছে এক ভূমি দস্যুর বিরুদ্ধে।

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে আদিতমারী থানায় ক্ষতিপূরনসহ বিচার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেন চাষি রফিকুল ইসলাম।

চাষিদের অভিযোগে জানা গেছে, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারী গ্রামের মৃত তাজ্জদ হোসেন তাহেরের ছেলে রফিকুল ইসলামের ৫ বিঘা জমি দীর্ঘদিন ধরে বর্গাচাষি হিসেবে চাষাবাদ করে আসছেন ভূমিহীন তিন বর্গাচাষি। এই জমির চাষাবাদে চলে তিন চাষির সংসার। নিজেদের সাবলম্বী করতে ৫ বিঘা জমিতে ভুট্টা চাষ করেন ওই গ্রামের ভূমিহীন বর্গাচাষি শাহজামাল, শামছুদ্দিন ও আজাদুল হক। কৃষকদের ঘাম ঝড়া যত্নে চলতি মৌসুমের ভুট্টা ক্ষেতগুলোও বেশ ভালই হয়েছিল।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দিনগত মধ্যরাতে সেই ভুট্টা ক্ষেতে দলবল নিয়ে ট্রাক্টর দিয়ে চাষ করে জমি জবর দখলের চেষ্টা করে ওই গ্রামের ভূমিদস্যু হিসেবে খ্যাত আবুল বাশার কসাই।

শুক্রবার সকালে চাষিরা ক্ষেত দেখতে গিয়ে জানতে পারেন তাদের ঘাম ঝড়া ভুট্টা ক্ষেত নষ্ট করে কয়েকটি কলাগাছ লাগিয়ে দখলের চেষ্টা করা হয়েছে।

ভুট্টা ক্ষেত নষ্টের কারণ জানতে চাইলে ভূমিদস্যু আবুল বাশার কসাই চাষিদের উপর হামলার চেষ্টা করে। অবশেষে ক্ষতিগ্রস্থ বর্গাচাষিরা বিষয়টি আদিতমারী থানা পুলিশকে মোবাইলে অবগত করে বিচার দাবি করেন।

এ ঘটনায় জমির মূল মালিক রফিকুল ইসলাম বাদি হয়ে ভূমিদস্যু আবুল বাশার কসাইসহ ১২ জনের নামসহ অজ্ঞতনামা ৫/৬ জনের বিরুদ্ধে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ক্ষতিগ্রস্থ বর্গাচাষি শাহজামাল জানান, দুই দোন (২৭ শতাংশে দোন) জমি বর্গা চাষ করে ছেলে মেয়েদের লেখাপড়ার খরচসহ সংসার পরিচালনা করেন। গত বছর এ জমির ভুট্টা থেকে প্রায় অর্ধলাখ টাকা আয় করেন। এবছরও অনেক আশায় ঋণ নিয়ে ভুট্টা চাষ করেছেন। সেই ক্ষেতের ভুট্টা রাতের আঁধারে চাষ করে নষ্ট করেছে ভূমিদস্যু আবুল বাশার কসাই। ন্যায় বিচার দাবি করেন তিনি।

অপর চাষি শামছুদ্দিন বলেন, রফিকুলের এসব জমি দীর্ঘদিন ধরে বর্গাচাষি হিসেবে চাষাবাদ করে সংসার চালাচ্ছি। কষ্টে উৎপাদিত ভুট্টা ক্ষেত নষ্ট করায় এবার না খেয়ে মরা ছাড়া কোন উপায় নেই। যত মরণ গরিবের। আমাদের কান্না  কেউ দেখে না।

জমির মালিক বাদি রফিকুল ইসলাম জানান, গত বছরও জমিগুলো জবর দখলের হুমকি দিয়েছিল আবুল বাশার কসাই। পুলিশ তদন্তে গেলে ভূমিদস্যুরা পালিয়ে যায়। বৈধ কোন কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় আমাদেরকে চাষাবাদ চালিয়ে যেতে বলেন পুলিশ।যার প্রেক্ষিতে চাষাবাদ করছি। সেই জমিতে বাশার কসাই লোকজন নিয়ে রাতের আঁধারে হালচাষ করে ক্ষেতের ক্ষতি করেছে। বাড়িতে গিয়েও অভিযুক্ত আবুল বাশার কসাইকে পাওয়া যায়নি। তার বাড়ির লোকজনও এবিষয়ে কথা বলতে রাজি হননি।

আদিতমারী থানার ওসি মাসুদ রানা জানান, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Bootstrap Image Preview