Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পার্বতীপুরে চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ০৫:০৪ PM
আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ০৫:০৪ PM

bdmorning Image Preview


দিনাজপুরের পার্বতীপুরে ২০১৯-২০ খরিপ-১ মৌসুমে আউস প্রণোদনা কার্যক্রমের আওতায় চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে কৃষি অফিস মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুজ্জামানের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানুল হক।

বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক সরদার, যুবলীগের সাধারণ সম্পাদক আমেরুল মোমেনিন, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রুকশানা বারী, উপ-সহকারী কর্মকর্তা মাহাবুবার রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বোরো ধান চাষ কমিয়ে স্বল্প পানিতে উচ্চফলন জাতের আউস ধান চাষের লক্ষে কৃষকদের উদ্বুদ্ধ করেন, কৃষি কর্মকর্তা।

অনুষ্ঠানে ২২০ জন কৃষকের মাঝে ৫ কেজি বীজ, ১৫ কেজি উঅচ ও ১০ কেজি করে গঙচ বিতরণ করা হয়।   

Bootstrap Image Preview