Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি পেলে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ১০:০২ AM
আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ১০:০৫ AM

bdmorning Image Preview


প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে প্যারিসের এক হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে। আরএমসি স্পোর্ত তাদের প্রতিবেদনে জানিয়েছে, গভীরভাবে পেলের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা।

তিনবারের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ব্রাজিলিয়ান তারকা ফ্রান্সের রাজধানী শহরে উপস্থিত হয়েছিলেন বাণিজ্যিক কারণে৷ সুইস ঘড়ি সংস্থার প্রচারানুষ্ঠানে অংশ নিতে ফ্রান্সে উড়ে যান পেলে৷ সেখানে তিনি দেখা করেন বিশ্বকাপজয়ী ফরাসি দলের তরুণ তারকা এমবাপের সঙ্গে, যিনিও সংশ্লিষ্ট বাণিজ্যিক সংস্থার একজন ব্র্যান্ড অ্যাম্বাসাডর৷

 

অনুষ্ঠানে এমবাপের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটানো ছাড়াও পেলে কথা বলেন ফরাতি তারকার বাবা-মায়ের সঙ্গেও৷ তবে অনুষ্ঠানের পরেই অসুস্থ বোধ করেন ৭৮ বছর বয়সি ব্রাজিলিয়ান তারকা৷ হালকা জ্বর ছাড়াও সর্দিতে কাবু হয়ে পড়েন তিনি৷ সংক্রমণের আশঙ্কায় ব্রাজিলে ফেরার সূচি বাতিল করে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়৷ সূত্রের খবর বুধবার বিকালেও পেলে প্যারিসের হাসপাতালে ছিলেন৷ তবে আপাতত তিনি ভালো রয়েছেন বলেই শোনা যাচ্ছে৷

গত নভেম্বরে এমবাপের সঙ্গে এই অনুষ্ঠানে দেখা করার কথা ছিল পেলের৷ সেবার অসুস্থ হয়ে পড়ায় সূচি পিছিয়ে দেওয়া হয়৷ সূচি বদলালেও পেলের শারীরিক অবস্থার পরিবর্তন হয়নি৷ নতুন করে অসুস্থ হয়ে পড়েন ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি৷

২১ বছরের ফুটবল ক্যারিয়ারে ১২৮১টি গোল করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের দখলে রেখেছেন পেলে। ব্রাজিলের জার্সি গায়ে ৯১ ম্যাচে করেছেন ৭৭টি গোল।২০০০ সালে শতাব্দীর সেরা ফুটবলার হিসেবে ঘোষণা করা হয় পেলের নাম।

Bootstrap Image Preview