Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাইকেলের ধাক্কায় আহত মুরগিকে নিয়ে হাসপাতালে শিশু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০১৯, ১০:৪৫ PM
আপডেট: ০৩ এপ্রিল ২০১৯, ১০:৪৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


একটি শিশুর সাইকেলের নিচে পড়ে তার প্রতিবেশীর মুরগির বাচ্চা। এরপর অপরাধবোধে অনুতপ্ত শিশুটির কাছে যে অর্থ ছিল তা হাতে করেই মুরগির বাচ্চাটি নিয়ে পার্শ্ববর্তী হাসপাতালে ছুটে যায় সে। ঘটনাটি ভারতের মিজোরাম রাজ্যের।

সম্প্রতি ফেসবুকে ওই শিশুটি সম্পর্কে একটি পোস্ট করেন এক ব্যক্তি। তাতে দেখা যাচ্ছে ছোট্ট ছেলেটির বাঁহাতে ধরা একটি মুরগির ছানা। আর অন্য হাতে দশ টাকার একটি নোট।

আসলে সে হাসপাতালে এসেছিল ওই মুরগির ছানাটির চিকিত্সা করানোর জন্য। কারণ, তার সাইকেলের ধাক্কায় ওই মুরগির ছানাটিই আহত হয়। তাই আহতের চিকিত্সা করাতেই সে হাসপাতালে আসে।

তার কাছে দশ টাকাই ছিল। তাই হাসপাতালে এসে সে ওই দশ টাকার বিনিময়ে আহত মুরগির ছানাটির চিকিত্সার আর্জি জানায়।

বুধবার ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়াটাইমস.কমে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, এক ফেসবুক ব্যবহারকারী শিশুটির ছবি শেয়ার করার পর তাৎক্ষণিক তা ভাইরাল হয়ে যায়। ইতোমধ্যে ৫০ হাজারের বেশি মানুষ শিশুটির ছবি শেয়ার করেছে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, শিশুটির অভিব্যক্তি যেকোনো মানুষের মনকে গলিয়ে ফেলার মতো। এই ছোট শিশু যে আন্তরিকতা ও সততা দেখিয়েছে মানুষ যদি তার অর্ধেকটাও দেখাতো, তবে এই পৃথিবী আরও বেশি শান্তিপূর্ণ হতো।

Bootstrap Image Preview