Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মমতাকে ‘স্পিড ব্রেকার দিদি’ বললেন মোদি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০১৯, ০৬:১৯ PM
আপডেট: ০৩ এপ্রিল ২০১৯, ০৬:১৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ‘স্পিড ব্রেকার দিদি' বলে কটাক্ষ করেছে সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিলিগুড়ি জনসভা থেকে  মোদি বলেন, এত বড় ভিড় না দেখলে বুঝতেই পারতাম না দিদির নৌকা ডুবতে চলেছে। আপনাদের ভালোবাসা আছে বলেই চৌকিদার টক্কর নিতে পারে।

তিনি আরো বলেন, সারা দেশের মতো পশ্চিমবঙ্গে কাজ হয়নি। পশ্চিমববঙ্গে স্পিড ব্রেকার আছে। লোকে তাকে দিদি বলে। দিদি গরিবের কথা ভাবেন না। রাজনীতি করেন। গরিবকে গরিব রাখাই তাদের লক্ষ্য। 

তিনি আরো বলেন, গরিবের যাতে ভালো না হয়, সেটা দেখেন। গরিবের ভালো হলে তাদের রাজনীতি শেষ। চিটফান্ড কাণ্ডে দিদির মন্ত্রী বিধায়করা গরিবদের সর্বশান্ত করেছেন। নিজের সঙ্গীদের নিয়ে গরিবকে সর্বশান্ত করেছেন মমতা। 

মোদির অভিযোগ, দিদি স্বাস্থ্য প্রকল্প থেকে কৃষিতে বাধা দিচ্ছেন। সভার মাঝে মাঝেই স্লোগান উঠতে থাকে। সেটা দেখে আমার প্রতি আপনাদের ভালোবাসা দেখে দিদি ভয় পাচ্ছেন। আপানাদের ভালোবাসায় আমি মুগ্ধ। উন্নয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মমতা, কংগ্রেস আর বামদের মধ্যে কোনো ফারাক নেই। 

মোদি যে সময় মমতাকে আক্রমণ করছেন তখন মমতা কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশে রওনা হন। সাংবাদিকদের কলকাতা বিমানবন্দরে তিনি বলেন, যা বলার সভায় বলব।

Bootstrap Image Preview