Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোলানে ইসরাইলি সার্বভৌমত্বে মার্কিন স্বীকৃতি প্রত্যাখ্যান সৌদির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ০১:৫২ PM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ০১:৫২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


গোলান মালভূমিতে সিরীয় সার্বভৌমত্ব পাশ কাটিয়ে যেকোনো উদ্যোগ প্রত্যাখ্যান করেছে সৌদি আরব।

রবিবার আরব লীগের সম্মেলনে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এমন দাবি করেছেন।-খবর আরব নিউজের।

গত সপ্তাহে গোলানে ইসরাইলি সার্বভৌমত্ব স্বীকার করে একটি ঘোষণায় সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর চার মাস আগে অখণ্ড জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দিয়েছিলেন তিনি।

তিউনিশিয়ায় আরব লীগের সম্মেলনে বাদশাহ সালমান বলেন, গোলান মালভূমিতে সিরীয় সার্বভৌমত্ব লঙ্ঘন করে যেকোনো পদক্ষেপ আমি প্রত্যাখ্যান করছি।

সিরীয় সংকটের রাজনৈতিক সমাধানে জোর দিয়ে তিনি বলেন, এতে দেশটি নিরাপত্তা, ঐক্য, সার্বভৌমত্ব ও বিদেশি হস্তক্ষেপ থেকে রক্ষা পাবে।

এসময় পশ্চিমতীর ও গাজা উপত্যকা মিলিয়ে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় সমর্থন পুনর্ব্যক্ত করেন সৌদি বাদশাহ। তিনি বলেন, ফিলিস্তিনি ইস্যুকে তার দেশ সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে।

তিউনিশিয়ার প্রেসিডেন্ট বেজি সাঈদ বলেন, গোলান মালভূমি আরবদের, এটা দখল করে নেয়া হয়েছে। তিনি সেখানে ইসরাইলি সার্বভৌমত্বে মার্কিন স্বীকৃতি প্রত্যাখ্যান করেন।

Bootstrap Image Preview